ফের চেন্নাইয়ের মসিহা হবেন ধোনি, মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে মাহিকে দায়িত্ব দিলেন জাদেজা

বাংলা হান্ট ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা শনিবার দলের অধিনায়কত্ব ছাড়লেন। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনি আবার দলের দায়িত্ব নেবেন। অধিনায়কত্বের চাপ সামলাতে পারেননি জাদেজা। ব্যাটিংয়ে মনোযোগ দিতে তিনি আবার ধোনির হাতে অধিনায়কত্ব তুলে দেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে চেন্নাই দল। আট ম্যাচে ছয় হারে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসেবে খেলবেন ধোনি। আইপিএল শুরুর দুদিন আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে ধোনি দ্বিতীয় সফল অধিনায়ক। তার নেতৃত্বে, CSK 2010, 2011, 2018 এবং 2021 সালে চারবার শিরোপা জিতেছে। ধোনির নেতৃত্বে চেন্নাই জিতেছে 121 ম্যাচে।

চেন্নাই সুপার কিংস তার বিবৃতিতে বলেছে, জাদেজা খেলায় মনোযোগ দিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মহেন্দ্র সিং ধোনিকে আবার অধিনায়কত্ব নিতে অনুরোধ করেছেন। দলের স্বার্থেই তা মেনে নিয়েছেন ধোনি।

জাদেজা চলতি মৌসুমে 92 বল মোকাবেলা করে 112 রান করেছেন। তার স্ট্রাইক রেট 121.7। বোলিংয়েও চমক দেখাতে পারেননি জাদেজা। তিনি 8.19 ইকোনমি রেটে পাঁচ উইকেট নেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর