জাদেজার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গ্যালারিতে বসেই এই কাজ করলেন স্ত্রী রিভা, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুতেই জনি বেয়ারিস্টো আউট হয়ে গেলেও অধিনায়ক ওয়ার্নার এবং মনিশ পান্ডে ক্রিজে জমে যান। এইদিন নিজের আইপিএল ক্যারিয়ারের 50 তম অর্ধশত রান করে ফেলেন ডেভিড ওয়ার্নার। হাফ সেঞ্চুরি করার পর ওয়ার্নার যখন হাত খুলতে শুরু করে সেই সময় অসাধারণ ক্যাচ নিয়ে ওয়ার্নারকে প্যাবিলিয়নে ফেরৎ পাঠায় রবীন্দ্র জাদেজা।

হায়দ্রাবাদের ইনিংসের 18 তম ওভারে 55 বলে 57 রানের দুর্দান্ত ইনিংস খেলে লুঙ্গি এনগিডির বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ওয়ার্নার। এইদিন বল হাতে উইকেট না পেলেও ফিল্ডিং করে সেটা পুষিয়ে দেন রবীন্দ্র জাদেজা। অনেকটা দৌড়ে এসে ওয়ার্নারের ক্যাচ ধরেন জাদেজা।

https://twitter.com/pant_fc/status/1387434896839221251?s=20

এইদিন জাদেজার অসাধারণ ফিল্ডিং দেখে মুগ্ধ হয়ে যান গ্যালারিতে বসে থাকা জাদেজার স্ত্রী রিভা সোলানকি। এইদিন খেলার শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত ছিলেন জাদেজার স্ত্রী। শুরু থেকেই তিনি চেন্নাই সুপার কিংস বিশেষ করে তার স্বামী জাদেজার সমর্থনে গলা ফাটাচ্ছিলেন। বল হাতে সাফল্য না পেয়ে যখন ফিল্ডিং করে জাদেজা সকলের মন জয় করে নেন তখন স্ট্যান্ডে বসেই হাততালি দিয়ে স্বামীকে অভিনন্দন জানিয়েছেন জাদেজার স্ত্রী রিভা সোলানকি।

Udayan Biswas

সম্পর্কিত খবর