বাড়ির বাইরে ভিনগ্রহীর আড্ডা! ২২ দিন ধরে সাইকেল চালিয়ে হৃতিকের সঙ্গে দেখা করতে এল ‘জাদু’!

বাংলাহান্ট ডেস্ক : ‘জাদু’কে চেনেন তো? সেই যে ভিনগ্রহের প্রাণী, যে হৃতিক রোশন (Hrithik Roshan) থুড়ি রোহিতের ডাকে এসেছিল পৃথিবীতে! সেই জাদুই ফের এসে হাজির হৃতিকের বাড়ির বাইরে। তবে এবারে আর স্পেসশিপে নয়, সাইকেলে চেপেই জাদু এল হৃতিকের সঙ্গে দেখা করতে। কী অবাক হলেন? সবটা বিস্তারিতই বলা যাক তাহলে।

হৃতিকের (Hrithik Roshan) সঙ্গে জাদুর দেখা

এ বছর দিওয়ালিটা হৃতিকের (Hrithik Roshan) বেশ অন্য রকম কেটেছে। নিজের বাড়ির বাইরেই জাদুর দেখা পেয়েছেন তিনি। এমনিতে অভিনেতাদের বাড়ির বাইরে ভক্তদের ভিড় লেগেই থাকে। তার মধ্যে কিছু কিছু ভক্তরা আলাদা করে নজর কেড়ে নেন। জায়গা করে নেন পেজ থ্রির পাতায়। হৃতিকের (Hrithik Roshan) এই ফ্যানটিও তেমনি। আপাদমস্তক জাদুর সাজে সেজে তিনি হাজির হন হৃতিকের সামনে।

আরো পড়ুন : মুম্বই নিবাসী, ‘ডাক্তারবাবু’কে ছেড়ে শাহরুখের ঘরের মানুষের সঙ্গে প্রেম! বিরাট চমক দিলেন ঋতাভরী

ফরিদাবাদ থেকে এসেছেন ভক্ত

ফরিদাবাদের বাসিন্দা হৃতিকের (Hrithik Roshan) এই স্পেশ্যাল ভক্ত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, দীর্ঘ ২২ দিন ধরে সাইকেল চালিয়ে ফরিদাবাদ থেকে মুম্বই এসেছেন তিনি। সেই থেকে হৃতিকের (Hrithik Roshan) বাড়ির বাইরেই আস্তানা গেড়েছেন তিনি। অবশেষে চার দিন পর তিনি দেখা পেলেন প্রিয় অভিনেতার। নিজের গাড়িতে প্রেমিকা সাবার সঙ্গে কোথাও যাচ্ছিলেন তিনি। জাদুকে দেখতে পেয়েই কাছে ডাকেন অভিনেতা। তারপর হাসিমুখে ছবির জন্য পোজ দেন ভক্তের সঙ্গে। তবে এসব কাণ্ডকারখানা দেখে সাবাকে বেশ ভয় পেতেই দেখা যায়।

আরো পড়ুন : অবাঙালি তারকার বাঙালি বউ, বলিউডের এই স্টাররা আসলে বাংলার জামাই! জানতেন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন ওই ভক্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাদু দেখা পেল রোহিতের’। ভিডিও দেখে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। কয়েকজনের মতে, ভিডিওটি খুবই অদ্ভূত। একজন লিখেছেন, ‘যখন বেকারত্ব চরম সীমায় পৌঁছায়’। অনেকে আবার ভক্তের সঙ্গে হৃতিকের এই দেখা হওয়ার ভিডিও দেখে বেশ খুশি।

Hrithik Roshan

প্রসঙ্গত, ২০০৩ সালে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন এবং প্রীতি জিন্টা অভিনীত ‘কোই মিল গয়া’। সেই ছবিরই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল জাদু। বলিউডের জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম কোই মিল গয়া। আজো এই ছবিটি নিয়ে চর্চা হয় সিনেপ্রেমীদের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by official jadu (@jadu_boy79)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর