সবুজ থেকে রাতারাতি গেরুয়া রঙে রাঙানো হল মাজার! চরম উত্তেজনা এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ মাজারের রঙ গেরুয়া। অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বুকে যা নিয়ে তোলপাড় হয়ে পড়েছে গোটা রাজ্য। পরিস্থিতি এমন দিকে যায় যে শেষে পুলিশকে এসে উত্তেজনা প্রশমিত করতে হয় বলে খবর। কিকরে ঘটলো এই ঘটনা?

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার একটি খামারে অবস্থিত এই সবুজ রঙের মাজার। কিন্তু বিতর্কের দানা বাঁধে রবিবার যখন এই মাজারের একটি অংশ গেরুয়া দিয়ে রাঙানো পাওয়া যায়। এরপরেই গোটা এলাকায় বেঁধে যায় হট্টগোল। এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তারা সময়মত এসে পরিস্থিতি না সামলালে অবস্থা আরো বড় আকার ধারণ করতে পারতো। অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ প্রতাপ সিং এর বলেন, “নর্মদাপুরম জেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সেমরি-হারচাঁদ সড়কে অবস্থিত সমাধিটি রবিবার মধ্য রাতেই সম্ভবত ভাংচুর এবং গেরুয়া রঙের করা হয়েছে।”

তিনি জানান, ঘটনাটি জানাজানির পর একদল মুসলমান রবিবার বিক্ষোভ শুরু করে এবং প্রায় পাঁচ দশকের পুরানো মাজারকে যারা গেরুয়া রঙ দিয়ে রাঙিয়ে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এরপরেই অবশ্য এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শেষে মামলা দায়ের করে তদন্তে নামে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আইপিসির ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরো জানায়, মামলার তদন্ত তারা চালাচ্ছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এলাকায় এখনো পর্যন্ত মানুষের মধ্যে ক্ষোভ জমে রয়েছে এবং সেই ক্ষোভ যে অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রশমিত হবে না তা বলা যায়।

ad

Sayan Das

সম্পর্কিত খবর