প্রথম সিরিয়ালেই বাজিমাত! ‘জগদ্ধাত্রী’র জন্য কত পারিশ্রমিক নেন অঙ্কিতা? শুনলে ভিরমি খাবেন!

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম সিরিয়ালেই (Bengali Serial) ব্যাপক সাফল্য পেয়েছেন অঙ্কিতা মল্লিক। বর্তমানে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে তাঁর পরিচয় জ্যাস সান্যাল নামেই বেশি। এই মেগায় অভিনয় করে জনপ্রিয়তার পাশাপাশি অঙ্কিতার (Ankita Mallick) ব্যাঙ্ক ব্যালেন্সও বেড়েছে। তিনি কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের (Bengali Serial) অঙ্কিতার পারিশ্রমিক কত?

একসময় একটানা বেঙ্গল টপারের শিরোপা দখল করে রেখেছিল জি বাংলার (Zee Bangla) এই মেগা। বর্তমানে রেটিং কিছুটা কমলেও প্রথম দশের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। আর এই সিরিয়ালের ‘প্রাণ ভোমরা’ হল জ্যাস। নায়িকার ‘দাবাংগিরি’ দেখতে ভীষণ পছন্দ দর্শকরা। স্বাভাবিকভাবেই তাঁর পারিশ্রমিকটাও তেমন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) অঙ্কিতার প্রথম সিরিয়াল। শুরুতে মাসিক ৭০,০০০ টাকা পারিশ্রমিক পেতেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকমহলে এই মেগায় জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে মাসে ৯০,০০০ টাকা করে পারিশ্রমিক পান অভিনেত্রী।

আরও পড়ুনঃ ছোট পোশাক পরবো না, চুমু খাব না! অভিনয় নিয়ে একগুচ্ছ শর্ত ‘শ্যামলী’ অভিনেত্রী শ্বেতার

অনেকেই জানেন না, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছলেও অঙ্কিতা শিকড় কিন্তু ওপার বাংলায়। কাজের সূত্রে তিনি অবশ্য কলকাতায় থাকেন। এই মুহূর্তে জ্যাস সান্যাল রূপে দুই বাংলাই কাঁপাচ্ছেন এই টেলি নায়িকা। কারণ অভিনেত্রীর বাবা-মায়ের পরিবারের অনেকেই থাকেন বাংলাদেশে।

Bengali serial Jagaddhatri

জানা যায়, একান্নবর্তী পরিবারের মেয়ে অঙ্কিতা। ২০০১ সালের ২৮ মে জন্মদিন তাঁর। সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতার আশুতোষ কলেজে। পড়াশোনার পাশাপাশি মডেলিং বেশ পছন্দ করতেন অঙ্কিতা। সেখান থেকেই তাঁর সামনে খুলে যায় টেলি দুনিয়ার দরজা। নিজের দক্ষতার সৌজন্যে যাদবপুরের এই মেয়ে এখন বাংলার সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে। জ্যাস এভাবেই পর্দায় নিজের ‘দাবাংগিরি’ দেখাতে থাকুক এটাই আশা ভক্তদের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর