চ্যালেঞ্জিং চরিত্রে দুরন্ত অভিনয়, ‘জগদ্ধাত্রী’ ছেড়ে এবার সিনেমায় ডেবিউ ‘কাঁকন’ দেবাঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে বাংলা টেলিভিশন দুনিয়ায় যে সিরিয়াল গুলি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তাদের মধ্যে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ধারাবাহিকের নাম আসবে প্রথমেই। জি বাংলার প্রায় তিন বছরের পুরনো সিরিয়ালটি এখনো দর্শকদের মনোরঞ্জন করে আসছে। সম্প্রতি ধারাবাহিকে গল্প কয়েক বছর এগিয়ে যাওয়ায় নতুন একাধিক মুখ এন্ট্রি নিয়েছে সিরিয়ালে। বিদায় নিয়েছেন কিছু জনপ্রিয় মুখ। আর এবার শোনা গেল, বড়পর্দায় পা রাখতে চলেছেন জগদ্ধাত্রী (Jagadhatri) অভিনেত্রী।

বড়পর্দায় পা রাখছেন জগদ্ধাত্রী (Jagadhatri) অভিনেত্রী

জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালটি প্রথম থেকেই টিআরপি তালিকার প্রথম দিকেই রয়েছে। সম্প্রতি বড় মোড় এসেছে ধারাবাহিকে। এক ধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প। তার জেরেই বাদ পড়েছেন কিছু জনপ্রিয় মুখ। বাদ পড়েছেন অভিনেত্রী দেবাঙ্গনা ফৌজদারও।

Jagadhatri actress devangana fouzdar is going to be in new project

 

সিরিয়াল থেকে বাদ পড়েছেন কাঁকন: আমরা আগেই জানিয়েছিলাম জগদ্ধাত্রীর (Jagadhatri) গল্প এগিয়ে যাওয়ায় ধারাবাহিকের অন্যতম চরিত্র ছোট্ট কাঁকন বদলে যাবে। কৌশিকী মুখার্জীর মূক ও বধির মেয়ে কাঁকনের চরিত্রে এতদিন দেখা যেত শিশুশিল্পী দেবাঙ্গনা ফৌজদারকে। বেশ চ্যালেঞ্জিং চরিত্রটিতে তুখোড় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট দেবাঙ্গনা।

আরো পড়ুন : জব্বর খবর! লম্বা বিরতি শেষে নতুন সিরিয়াল, নায়িকা হয়ে ফিরছেন জলসার ঘরের মেয়ে!

এবার এল বড় সুখবর: এবার যেহেতু গল্প (Jagadhatri) এগিয়ে গিয়েছে, তাই ছোট কাঁকনকেও দেখা গিয়েছে বড় হয়ে যেতে। কাঁকনের বড় বেলার চরিত্রে আগমন হয়েছে অভিনেত্রী প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে। অন্যদিকে ছোট্ট দেবাঙ্গনা দিয়েছেন বড় সুখবর। জগদ্ধাত্রী (Jagadhatri) থেকে বেরিয়েই নতুন প্রোজেক্টে পা রাখতে চলেছেন তিনি।

আরো পড়ুন : সাহেবের বাহুডোরে সুস্মিতা, কথা-এভির আদুরে ছবিতে “জ্বালাময়ী” প্রতিক্রিয়া নায়কের চর্চিত প্রেমিকার!

সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং ইশা সাহার সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন দেবাঙ্গনা। সঙ্গে লিখেছেন, ‘নতুন প্রোজেক্ট। কিছু স্পেশ্যাল আসতে চলেছে খুব শীঘ্রই। সবসময়ের মতো আশীর্বাদ করবেন’। আর এই পোস্ট দেখেই মনে করা হচ্ছে, আগামীতে কোনো ছবিতে দেখা যেতে পারে দেবাঙ্গনাকে। নেটিজেনরাও শুভ কামনা জানিয়েছেন পর্দার ‘কাঁকন’ এর জন্য।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর