বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর শুরু হতে না হতেই সমস্যা এসে হাজির অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের (Prarona Bhattacharjee) দোরগোড়ায়। তাও আবার ছোটখাটো নয়, রীতিমতো গুরুতর সমস্যা। বড়সড় বিপদে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সেই সমস্যার কথা তিনি ভাগ করে নিয়েছেন নিজের অনুগামীদের সঙ্গে। কিন্তু কী হয়েছে প্রেরণার (Prarona Bhattacharjee)?
বছরের শুরুতেই বিপদে পড়লেন প্রেরণা (Prarona Bhattacharjee)
একথা সকলেই জানেন, অভিনয়ের পাশাপাশি প্রেরণা (Prarona Bhattacharjee) কনটেন্ট ক্রিয়েশনও করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। নিজের দৈনন্দিন জীবনের নানান খুঁটিনাটি তথ্য মিনি ভ্লগের মাধ্যমে তিনি তুলে ধরেন অনুরাগীদের সামনে। তেমনি এক ভ্লগে এই সমস্যার কথা জানিয়েছেন তিনি, যা নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছেন প্রেরণা (Prarona Bhattacharjee)।
কী সমস্যা হয়েছে সাংভির: না, তাঁর সিরিয়ালের সেটে কোনো সমস্যা হয়নি। বিপদটা হয়েছে তাঁর ফ্ল্যাটে। অভিনেত্রী জানান, তাঁর ফ্ল্যাটের একটি দেওয়ালে নোনা ধরে যাচ্ছিল। এদিকে ওই দেওয়ালেই তাঁর ইলেকট্রিকেল মেইন সুইচ থেকে সুইচ বোর্ড সবকিছুই রয়েছে। এমতাবস্থায় মিস্ত্রি ডেকে দেওয়ালটিকে ঠিক করানোর তোড়জোড় শুরু করেছিলেন প্রেরণা (Prarona Bhattacharjee)। কিন্তু দেয়ালটি চটানোর পরেই সামনে আসে আসল বিপদ।
আরো পড়ুন : স্লট বদলেও TRP তলানিতেই, নীলের বদলে নতুন নায়কের এন্ট্রি হচ্ছে ‘অমর সঙ্গী’তে!
বড় বিপদের আশঙ্কা রয়েছে: প্রেরণা (Prarona Bhattacharjee) জানান, তাঁর উপরের ফ্ল্যাটের বাথরুম থেকে জল চুইয়ে এসে পড়ছে তাঁর ফ্ল্যাটের ওই দেওয়ালে। যার জেরে নোনা তো ধরছিলই, উপরন্তু মেইন সুইচের বক্সেও জং ধরতে শুরু করেছে জল লেগে। ভিডিওতে পুরো অবস্থাটা দেখিয়ে প্রেরণা (Prarona Bhattacharjee) উদ্বিগ্ন গলায় বলেন, “সাংঘাতিক একটা বিপদের আশঙ্কা রয়েছে। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে”।
আরো পড়ুন : হয়ে গিয়েছিল শেষ শুটিং, নতুন করে সিরিয়াল শুরু হতে রাতারাতি বদলে গেল নায়িকাই!
অভিনেত্রীর ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই তাঁকে মাথা ঠাণ্ডা রেখে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, সম্ভব হলে ওই দেওয়াল থেকে ইলেকট্রিক সাপ্লাই অন্য কোনো দেওয়ালে শিফট করতে। আরেকজন প্রেরণাকে বিপদে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে বলেছেন। তবে অভিনেত্রী ভিডিওতে জানিয়েছেন, ইতিমধ্যেই প্লাম্বারকে খবর দিয়েছেন তিনি। উপরের ফ্ল্যাটের লোকজনের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছেন তিনি।