জগন্নাথ দর্শনে যেতে চান, বাসে করেই ঘুরে আসুন, একদম হাইফাই স্লিপার বাসে দুলতে দুলতে চলে যান, জলের দরে ভাড়া!

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি মানেই ভ্রমণের জায়গা দীপুদা। অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। এই তিনটে জায়গায় বাঙ্গালীদের অবাধ বিচরণ (Bus)। তবে দীঘা, দার্জিলিং ভ্রমণের জন্য সেরা হলেও স্বল্প বাজেটের মধ্যে তীর্থস্থানের জন্য সেরা হচ্ছে পুরী। তবে অনেকেই আছেন যারা ট্রেন জার্নি করতে পছন্দ করেন না। লং জার্নির জন্য কেউ কেউ আবার বাস (Bus) পছন্দ করেন। একটু ঝাঁকুনি, গায়ে হাত পায়ে ব্যাথা হয় ঠিকই তবে বাসে (Bus) বসে ঘোরার মজাই আলাদা। আর এবার বাসে (Bus) করেই চলে যেতে পারবেন জগন্নাথ দর্শনে। কি বিশ্বাস হচ্ছে না তাই তো। তবে বিশ্বাস না হলেও এ কথাই সত্যি।

বাসে (Bus) করে কলকাতা থেকে পুরী:

বর্তমানে স্লিপার বাস (Bus) আসার ফলে এমন অনেক জায়গা আছে যেগুলিতে বাসে (Bus) করে যাওয়া যায়। যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় ট্রেন ছাড়া যেখানে যাওয়ার চিন্তাভাবনা করা যেত না। সেখানে আজ বাসে করেই যাওয়া যাচ্ছে। আর এবার সেই একই ব্যবস্থা করা হয়েছে পুরীতে যাওয়ার জন্য। সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়। আর ভিডিওটি পোস্ট করে গ্রীন লাইন নামক একটি ট্রাভেল সংস্থা। যে সংস্থার তরফ থেকে সোজা কলকাতা থেকে পুরী যাওয়ার বাস (Bus) ছাড়া হয়।

Jagannath Darshan with sleeper bus

ভিডিওটিতে, দেখা যায় এক দম্পতি কলকাতা থেকে পুরী যাচ্ছেন গ্রীনলাইনের বিজনেস ক্লাস স্লিপার বাসে করে। ওই দম্পতি জানান এর আগেও গ্রীনলাইনের হাত ধরে তারা শিলিগুড়িতে গিয়েছিল। আর এবার জগন্নাথ দর্শনে বেরিয়েছেন। গ্রীনলাইন সংস্থার তরফ থেকে পুরী যাওয়ার যে স্লিপার বাসের ব্যবস্থা রয়েছে তা অত্যন্ত বিলাসবহুল। প্রত্যেকটি বেডের পাশে একটি করে চার্জারে সিস্টেম থেকে শুরু করে, যাত্রীদের সমস্ত সুবিধা দেওয়া হয়েছে। নরম সিটের পাশাপাশি, নরম বালিশ, কম্বলেরও ব্যবস্থা রয়েছে। এমনটাই জানান ভিডিওর বক্তা অর্থাৎ ওই দম্পতি

আরো পড়ুন : ঘন ঘন পেটে ব্যথা, গ্যাস, বদহজমে ভুগছেন? এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ! প্রকাশ্যে এলো বিরাট তথ্য

শুধু তাই নয় একই সাথে বাসের (Bus) সৌন্দর্যও সেই ভাবেই বৃদ্ধি করা হয়েছে। দেখলে বুঝতেই পারবেন না আপনি বাসে (Bus) রয়েছেন নাকি ঘরে। ভিডিওটি দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। শুধু তাই নয়, অত্যন্ত সুরক্ষা ও নিরাপত্তার সাথে গাড়ি চালানো হয়। গ্রীন লাইন বিজনেস ক্লাস এই বাসের (Bus) নাম B11R।

আরো পড়ুন : তাঁর দল পাচ্ছে বাড়তি সুবিধা! চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি

এখন প্রশ্ন এই এত বিলাসবহুল বাসের টিকিট নিশ্চয়ই ব্যয়বহুল?

তাহলে আপনাদের জানিয়ে রাখি, অত্যন্ত কম খরচেই এই বাসের পরিষেবা আপনি পেতে পারেন। ভিডিওটি পোস্ট করার সময় নীচে উল্লেখ করে দেওয়া হয়েছে গ্রীনলাইন এই বাসের (Bus) বিজনেস ক্লাসের সুবিধা নিতে গেলে সিটের জন্য আপনাকে খরচ করতে হবে ১৩০০ টাকা করে। আপনিও যদি কলকাতা থেকে পুরী যেতে ইচ্ছুক হন তাহলে আজই এই বাসের টিকিট চটজলদি বুক করে নিন, সাথে নিয়ে নিন গ্রীনলাইনের সুবিধা।

ad

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর