ছাড়তে পারেন বিধায়ক পদ, শপথ নিলেন না বিজেপির দুই বিধায়ক নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভায় বিজেপির (bjp) দুই বিধায়কের অনুপস্থিতিতে জল্পনা রাজনৈতিক মহলে। তবে কি এবার বিধায়ক পর ছেড়ে দেবেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) এবং জগন্নাথ সরকার (Jagannath Sarkar)? বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যায়ক্রমিক ভাবে বিধানসভায় শপথ নিলেন ২৮৯ জন বিধায়ক। কিন্তু তাঁদের অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা।

পূর্বেই বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। কিন্তু একুশের আরও কয়েকজন সাংসদের সঙ্গে এই দুজনকেও প্রার্থী করে বিজেপি শিবির। বাকিরা হেরে গেলেও, জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক রানাঘাট এবং কোচবিহার কেন্দ্র থেকে জয়লাভ করে। কিন্তু তাঁদের জয়ের পর রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- তাহলে এখন পূর্ব নির্বাচিত সাংসদ নাকি নব নির্বাচিত বিধায়ক কোন পদটা ধরে রাখতে চাইছেন বিজেপির এই দুই নেতৃত্ব?

1611092172 mur2

বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। পূর্বেই বলা হয়েছিল করোনা আবহে সকল বিধায়কের একসঙ্গে সকলের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে না। তাই বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যায়ক্রমিক ভাবে বিধানসভায় শপথ নিলেন ২৮৯ জন বিধায়ক। কিন্তু তাঁর মধ্যে বাদ ছিলেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার।

vcvmhsdh

বিষয়টা হচ্ছে, একই সঙ্গে বিধায়ক এবং সাংসদ এই দুটি কোন ব্যক্তিই থাকতে পারেনা না। প্রথা মেনে একটি পদ ছাড়তেই হয়। তবে আগামী ৬ মাস বিধায়কপদ ধরে রাখতে পারলেও, তারপর তাঁদের যে কোন একটি পদ ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে।আর তখন সেই পদের জন্য উপ-নির্বাচন করা হবে। সূত্রের খবর, তবে এই পরিস্থিতিতে এই দুই সাংসদ তাঁদের সাংসদপদ ছাড়তে নারাজ। কিন্তু অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস উভয়েই চাইছে এই দুই সাংসদ যেন তাঁদের নতুন বিধায়ক পদটাই সামলান।


Smita Hari

সম্পর্কিত খবর