বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে দিঘায় (Digha) জগন্নাথ ধাম তৈরি করা হচ্ছে। সম্প্রতি নির্মীয়মাণ মন্দিরের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের কথাও ঘোষণা করেছেন। এই আবহে এবার এই সৈকত শহরে মসজিদ নির্মাণের দাবির খবর সামনে আসছে।
জগন্নাথ মন্দিরের ২ কিমির মধ্যেই মসজিদ তৈরির প্রস্তাব (Digha)!
জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) কাজ দেখার জন্য চলতি সপ্তাহে দিঘায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে তিনি ফিরে আসেন। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় নাকি ওল্ড দিঘা বিশ্ব বাংলা পার্কের কাছে প্রায় হাজার খানেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জমায়েত করেছিলেন। তাঁদের অধিকাংশই রামনগর ১ ব্লকের দেউলিহাট অঞ্চলে থাকেন বলে খবর।
রিপোর্ট বলছে, নিউ দিঘায় (Digha) জগন্নাথ মন্দিরের ২ কিমির মধ্যে চড়ুইভাতি কমপ্লেক্সের কাছে সৈকতের সন্নিকটে মসজিদ নির্মাণের প্রস্তাব রয়েছে। সেই মসজিদের জন্য জমির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। তবে তাঁদের আগাম অনুমতি ছিল না। সেই কারণে ফিরে যেতে হয় বলে খবর।
আরও পড়ুনঃ ‘এটা কীভাবে হয়! আমি হতভম্ব’! অভিযুক্তরা জামিন পেতেই ‘ফুঁসে’ উঠল কলকাতা হাইকোর্ট
সৈকত শহরে মসজিদ তৈরিতে উদ্যোগী স্থানীয় ট্রাস্টের তরফ থেকে আব্দুল সামাদ বলেন, ‘স্থানীয় উদ্যোগে দিঘায় মসজিদ নির্মাণের কথা চলছিল। তবে সেই বিষয়টি আর সেভাবে এগোয়নি’। নজরুল ইসলাম নামের এক সংখ্যালঘু সংগঠনের জেলা নেতা জানান, দিঘার বুকে মসজিদ তৈরির এই চেষ্টা আজকের নয়। ২০১২ সাল থেকে তা চলছে। এই নিয়ে নানান দফতরে লিখিত আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, মমতা (Mamata Banerjee) এর আগে যখন জেলা সফরে এসেছিলেন, সেই সময় তাঁকে মসজিদ নির্মাণের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট ট্রাস্টের দাবি, মসজিদ তৈরির জন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২ একর ১১ ডেসিমেল জমি দেবে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, মসজিদ তৈরির জন্য জমির ব্যাপারটা অজানা। অন্যদিকে পর্ষদের নবনিযুক্ত এগজিকিউটিভ অফিসার অপূর্বকুমার বিশ্বাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, দিঘার (Digha) বুকে জগন্নাথ মন্দির তৈরি নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার আদৌ নির্দিষ্ট কোনও ধর্মস্থান বানাতে পারে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে প্রশাসনের দাবি, শুধুমাত্র মন্দির নয়, দিঘায় জগন্নাথ ধাম এবং সংস্কৃতি চর্চা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই আবহে আবার সামনে এল মসজিদ নির্মাণের দাবি। ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।