আর যেতে হবে না পুরী! দিঘায় কবে খুলছে জগন্নাথ মন্দির, প্রকাশ্যে এল সম্ভাব্য দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার অদূরে দিঘা এমন একটি সমুদ্র সৈকত যেখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকরা এখানে ঘুরতে আসেন। বর্তমানে দীঘার আশেপাশে থাকা বেশ কিছু সমুদ্র সৈকত যেমন মন্দারমনি, তাজপুর ইত্যাদি জায়গাগুলোও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় (Digha) তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সূত্রের খবর, এই মন্দির তৈরির কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। তাঁর উদ্যোগেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় নির্মাণ করা হচ্ছে নতুন একটি মন্দির।

আরোও পড়ুন : আসছে ‘দুয়ারে দলিল’! জমি–বাড়ি রেজিস্ট্রি এখন আরোও সহজ, নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

খুব শীঘ্রই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। পর্যটকদের কাছে দিঘাকে নতুন রূপে তুলে ধরার জন্য তৈরি করা হচ্ছে এই বিশেষ মন্দির। কয়েক কোটি টাকা খরচ করে সরকার এই মন্দির নির্মাণ করছে। পুরীর মতই দিঘার জগন্নাথ মন্দির খুব শীঘ্রই পুণ্যার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে ধারণা সরকারের।

আরোও পড়ুন : নরম কুশন থেকে আলোর রোশনাই! ভোল বদলাচ্ছে বন্দে ভারত, এই ২৫ পরিবর্তন দেখে চমকে উঠবেন

খুব দ্রুত গতিতে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে পারে এই মন্দিরের। প্রশাসন সূত্রে খবর, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ। নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায় এই বিশাল আকৃতির মন্দির নির্মাণ করা হচ্ছে।

20230304 221304 750x375

এই মন্দিরটি ৬৫ মিটার উঁচু। দিঘায় জগন্নাথ মন্দির তৈরীর দায়িত্ব পেয়েছে হিডকো। ২০ একর জমির উপর এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই পর্যটকদের জন্য খুলে যেতে পারে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর