পুরীর আদলেই দিঘায় গড়ে উঠবে জগন্নাথ মন্দির, প্রায় ১২৮ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার মানুষের জন্য এবার দিঘায়ই (digha) পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরির জন্য অর্থ বরাদ্দ করলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিকল্পনা ছিল অনেক আগে থাকতেই, আর এবার সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে একধাপ এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

১৯ শে ডিসেম্বর কলকাতা পুরভোট। আর সেই নির্বাচনের পূর্বে বৃহস্পতিবার রাতে ছিল শেষ প্রচার। সেই মর্মে এই ঠান্ডার মধ্যেও প্রচারের ঝড় উঠেছিল কলকাতা শহরে। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতায় পুরভোটের নির্বাচনী সভা থেকে এক বড় সিদ্ধান্তের কথা বললেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিলেন দিঘার মন্দির প্রকল্পে বরাদ্দ করা হবে প্রায় ১২৮ কোটি টাকা।

প্রায় ২ বছর আগে একবার দিঘা সফরে গিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরটি পরিদর্শন করার পরই তিনি সিদ্ধান্ত নেন পুরীর জগন্নাথ মন্দিরের মত করেই বড় আকারে এই মন্দিরটি তৈরি করা হবে। আর এবার এই মন্দিরের জন্যই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

mamata 3 1 1

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই পুরীর মত করেই দিঘায় জগন্নাথ মন্দির হোক। আর সেই কাজের জন্য আজই আমি অর্থ বরাদ্দ করছি’। এই কাজের জন্য মুখ্যমন্ত্রী বরাদ্দ করলেন প্রায় ১২৮ কোটি টাকা।

অন্যদিকে আবার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রদানের বিষয়ে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে যারা বলতেন মমতাজি পুজো করতে দেন না, তাঁদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর এই সম্মান প্রদানের জন্য আমি গর্বিত, সুরভিত, কল্লোলিত, বিকশিত। আমাকে যারা গাল দিয়েছেন, এবার তাঁরা কি ইউনেস্কোকে গাল দিতে পারবে? গোটা পৃথিবীতে বন্দিত হবে বাংলা। বিশ্বসেরা করব বাংলাকে। আমার হৃদয় ভরে গিয়েছে এই সম্মানে, অনেক ধন্যবাদ ইউনেস্কোকে’।


Smita Hari

সম্পর্কিত খবর