বাংলা হান্ট ডেস্ক : এখনও শান্ত হয়নি মণিপুর (Manipore Violence)। এর জেরে বর্ষাকালীন অধিবেশনও (Parliament Monsoon Session 2023) সরগরম। রাজধানীতে সংসদের দুই সভাতেই কার্যত প্রতি মুহুর্তেই চলছে শাসক-বিরোধীদের উত্তপ্ত বাক্য-বিনিময়।
এই পরিস্থিতিতে এমন এক কান্ড ঘটল যে হেসে লুটবো খেল সবাই। কংগ্রেস সভাপতিকে বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়ে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।
মল্লিকার্জুন খাড়গের একটি বিষয়ে কটাক্ষ করেন জগদীপ ধনকড়। ধনকড় পাল্টা জবাব দেন, ‘আমি বিবাহিত। গত ৪৫ বছর ধরে। তাই মাথা গরম করিনা। কখনও মাথা গরম করিনি। আপনিও মাথা গরম করবেন না। আর আমার পেশার পি চিদম্বরম এখানে রয়েছেন, উনিও সহমত পোষণ করবেন আমাদের পেশা শিখিয়েছে মাথা গরম করতে নেই।’
দেশের উপরাষ্ট্রপতির এই মন্তব্যের পরে কার্যত হাসির রোল ওঠে।জগদীপ ধনকড়কে যার পর পাল্টা মল্লিকার্জুন খাড়গেকে বলতে শোনা যায়, ‘মনে হয় রাগ কীভাবে না দেখানো যায়, সেটা আপনি ভালই জানেন। রাগ করেন, কিন্তু সেটা প্রকাশ করেন না।’
গতকালই রাজ্যসভার স্পিকার তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল প্রবল তর্ক-বিতর্ক। বিরোধীরা বারবার সংসদে হাজির হয়ে প্রধানমন্ত্রীর মণিপুর ইস্যুতে বক্তব্য রাখার দাবি জানালেও তিনি প্রধানমন্ত্রীকে হাজির হতে ‘নির্দেশ’ দিতে পারেন না বলেই জানিয়েছিলেন ধনকড়। বিরোধীদের ক্রমাগত সরব হওয়ার জেরে তাঁদেরকে উঁচু গলায় স্তব্ধ করতেও দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে প্রাক্তন রাজ্যপালকে।
বঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) সঙ্গে সংঘাতে এবার জগদীপ ধনকড়ের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধনকড় ঝগড়া করতেন, কিন্তু এরকম করেননি। ইনি মুখোশের আড়ালে বিজেপি যা বলছেন, তাই করছেন।