রামপুরহাট কাণ্ডে কড়া পথেই রাজ্যপাল, কী বললেন শুভেন্দুকে?

বাংলাহান্ট ডেস্ক : উপপ্রধান খুন ঘিরে কার্যতই রণক্ষেত্র রামপুরহাট(Rampurhat Murder)। বোমা মেরে উপপ্রধানকে খুন করার প্রতিশোধ হেতু বগটুই গ্রামের ১০ টি বাড়িতে আগুন লাগায় দুষ্কৃতিরা। এই অগ্নিকাণ্ডে জ্যান্ত অবস্থাতেই পুড়ে মৃত্যু হয় ৮ মহিলা সহ ২ শিশুর। এবার এই ঘটনা প্রসঙ্গে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই নৃশংস খুনের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে রাজ্যপালের কাছে আপিল করেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে যাওয়া হয় রাজভবনে। রাজ্যপাল বর্তমানে দার্জিলিং এ থাকায় ভিডিও কনফারেন্সেই তাঁর সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধিরা।

রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, ‘রাজ্যপালকে বলেছি, আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান। কেন্দ্রকে বলুন, এখানে ব্যবস্থা নিতে। সংবিধানের ৩৫৬ ধারাও রয়েছে, ৩৫৫ ধারাও রয়েছে। বোমা বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএ-কেও কাজ লাগাতে পারে কেন্দ্র। এই আইন তাদের হাতে রয়েছে। এছাড়াও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে স্পেশাল অ্যাক্টে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। রাজ্যপালকে বলেছি, আর আপিল নয়, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আপিল নয়, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময়।’

বিষয়টিতে রাজ্যপালের প্রতিক্রিয়া সম্পর্কেও মুখ খোলেন বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। উনি বলেছেন, আমি যা করার করছি। আপনারা কয়েক দিনের মধ্যেই তা বুঝতে পারবেন।’ শুভেন্দু আরও বলেন, ‘আমি রাজ্যপালকে অনুরোধ জানিয়েছি, ভোট পরবর্তী অশান্তির সময়ে আপনি যেমন শরনার্থী শিবিরে গিয়েছিলেন, তেমনই রামপুরহাটেও চলুন। নিজের চোখে বাংলার আইনশৃঙ্খলা দেখে আসবেন। রাজ্যপাল রামপুরহাটে যাওয়ার পরিকল্পনা করবেন এই কথাই দিয়েছেন।’

গতকাল রাত থেকেই আক্ষরিক অর্থেই অগ্নিগর্ভ রামপুরহাট। এহেন গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। পুরো বিষয়টি নিয়েই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র। ৭২ ঘন্টার মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রীয় দল এমনটাও জানানো হয়েছে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর