বাংলাহান্ট ডেস্কঃ ২ মে ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের চারিদিকে হিংসা, অশান্তি, লুটপাট চলছে বলে অভিযোগ করে আসছে বিরোধীরা। এমনকি খুন, ধর্ষণের পর্যন্ত অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কিছুদিন আগেই জাতীয় মহিলা কমিশনের টিম রাজ্যে এসেছিল। বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা রিপোর্ট দেন যে, রাজ্যের মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
আরেকদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বরাবরই রাজ্যের হিংসা নিয়ে শাসক দলকে বিঁধে এসেছেন। যদিও শাসক দল ওনার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ওনাকে বিজেপির এজেন্ট বলে আখ্যা দিয়েছে। এমনকি রাজ্যপালকে অপসারিত করারও দাবি উঠেছে তৃণমূলের পক্ষ থেকে।
যদিও, এসবে পাত্তা দিতে নারাজ জগদীপ ধনকড়। বিগত তিনদিন ধরে তিনি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত এমনকি রাজ্যের বাইরেই আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। বৃহস্পতিবার কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। এরপর শুক্রবার অসমের ধুবড়ি জেলায় কোচবিহারের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর তিনি কলকাতা এসে জানান যে, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
West Bengal: Governor Jagdeep Dhankhar visits Kenda Mari Jalpai village in Nandigram of Purba Medinipur district and interacts with the people affected by the post-poll violence in the state. pic.twitter.com/0iE93iiGbc
— ANI (@ANI) May 15, 2021
কথা মতো আজ নন্দীগ্রামে যান রাজ্যপাল। সেখানে তিনি নানান এলাকা ঘুরে বেরান। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যপালকে স্বাগত জানান। এরপর তিনি, কেন্দামারি, জলপাই এবং চিল্লাগ্রামে যান রাজ্যপাল। চিল্লাগ্রামে এক বিজেপির সমর্থককে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। গত ১৩ তারিখ প্রাণ হারান বিজেপির সমর্থক দেবব্রত মাইতি। আজ বিজেপির সেই সমর্থকের বাড়িতে যান রাজ্যপাল।
রাজ্যপালকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন নিহত বিজেপি সমর্থকের মা। এমনকি তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞানও হয়ে যান। সেই দৃশ্য দেখে রাজ্যপালের চোখেও জল চলে আসে। রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আর প্রশাসন কোনও বন্দোবস্ত নিচ্ছে না বলেই এই পরিস্থিতি। তিনি জানান, আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টিতে নজর দেওয়ার জন্য আবেদন করব।