রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল, আপনি রাস্তা চেনেন না: কটাক্ষ অনুব্রত মণ্ডলের

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যপালের শপথ গ্রহণ করার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নিয়ে বার বার প্রশ্ন উঠেছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান রাজ্যপাল ঠিক তার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের যেন ঠান্ডা লড়াই চলছে। বেশ কয়েকবার রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধন করকে।QT Jagdeep Dhankar

কোনও প্রশাসনিক বৈঠকে জেলা প্রতিনিধিরা উপস্থিত না থাকায় রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে তবে এবার রাজ্যের সড়ক পথের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন জগদীপ ধন কর। শুক্রবার রাজ্য সড়ক পথে ফরাক্কা যাওয়ার পথে রাজ্যপালের এই প্রশ্নের জবাবে বীরভূমের দাপুটে নেতৃত্ব তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যপালকে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে চিনেন না বলে কার্যত কটাক্ষ করেন।

শুক্রবার ফরাক্কা যাওয়ার পথে বীরভূমের সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার সময় সাংবাদিকদের রাজ্যপাল বলেন প্রথমে রাজ্য সড়কের অবস্থা ঠিকঠাক ছিল তবে বেশ কয়েকটি জায়গায় বেহাল অবস্থা, রাস্তা খারাপের জন্য ঝটকা খেতে হয়েছে। ঝটকা তো জীবনে খেতে হবে! নিজের গড়ে এসে রাজ্যপাল এহেন মন্তব্য করল আর তা কোনও ভাবেই ছেড়ে দেবেন এমনটা কিন্তু নন অনুব্রত মন্ডল।

তাই তো অভিযোগের প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনার দোষ নেই। উনি তো রাস্তাঘাট চেনেন না। কোনটা জাতীয় সড়ক কোনটা রাজ্য সড়ক উনি হয়তো ঠিক করতে পারেনি, এমনকি ওনার পিটিয়ে যাঁরা ছিলেন তাঁরা আর ঠিকঠাক বোঝাতে পারেননি”। একই সঙ্গে অনুব্রত আরও বলেন সিউড়ি থেকে কাটোয়া অবধি রাজ্য সড়কের বেহাল দশা কোথাও নেই।


সম্পর্কিত খবর