তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-য় দিলীপের প্রশংসা! নয়া রাজনৈতিক সমীকরণ, তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন পূর্বেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বর্ষীয়ান নেতা সৌগত রায় Sougata Roy) দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। গতবছর বিধানসভা নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন দিলীপ ঘোষ; ঠিক এই মন্তব্যই সম্প্রতি তুলে ধরেন সৌগতবাবু। যদিও সেই সময় তাঁর বক্তব্যকে ‘অসঙ্গতিপূর্ণ’ বলে দাবি করেন বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি। এর মাঝেই আবার এদিন তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-তে দিলীপ ঘোষের প্রশংসা করা হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি কোনো নয়া রাজনৈতিক সমীকরণ ডেকে আনতে চলেছে কিনা, সে বিষয়ে সৃষ্টি হয়েছে একাধিক জল্পনা।

এদিন ‘জাগো বাংলা’ মুখপত্রে অভূতপূর্বভাবে জায়গা পেয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এমনকি, ‘ভোটের লড়াইয়ে সফল দিলীপ ঘোষ’, ঠিক এভাবেই বিজেপি নেতার প্রশংসা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে! ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে, হঠাৎ দিলীপের প্রশংসা কেন? বর্তমানে বিজেপি দিলীপ ঘোষকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে বলেও দাবি করা হয় এখানে। যদিও এক্ষেত্রে প্রধানত বিজেপির গোষ্ঠীকোন্দল-কেই তুলে ধরা হয়েছে, তবে এর মাঝেও দিলীপের প্রশংসা ঘিরে শুরু হয়েছে নয়া রাজনৈতিক জল্পনা।

এদিন দিলীপ ঘোষের প্রশংসার পাশাপাশি অপরদিকে আবার সুকান্ত মজুমদার এবং অমিত মালব্যর সমালোচনায় সরব হয়েছে বাংলার এই সম্পাদকীয়। ‘খালি কলসি’ নামক শিরোনামে বিজেপির গোষ্ঠী কোন্দলকে তুলে ধরার পাশাপাশি সেখানে লেখা হয়, “আড়াই তিন বছরের রাজনীতিতে এসে বর্তমানে সুকান্ত মজুমদার ‘ধরাকে সরা’ জ্ঞান করছে। জমানত জব্দ হওয়ার পাশাপাশি একাধিক ভোটে হেরেছেন। কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষের পেছনে একপ্রকার হাত ধুয়ে পড়ে গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি এবং তার হয়েই এখন কাজ করে চলেছেন অমিত মালব্য।” পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ‘গিরগিটি’ এবং ‘দলবদলু’ বলে আক্রমণ শানানো হয় ‘জাগো বাংলা’-য়।

dilip ghosh 42

তবে এক্ষেত্রে শুভেন্দুর পাশাপাশি সুকান্ত মজুমদার এবং অমিত মালব্যকে আক্রমণ করা হলেও দিলীপ ঘোষের প্রশংসা নজরে এসেছে সকলের। ফলে প্রথমে সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য আর এবার তৃণমূলের মুখ্যপত্রে দিলীপের প্রশংসা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Sayan Das

সম্পর্কিত খবর