কোলের কাছে ঘেঁষে শুয়ে ফুটফুটে সদ্যোজাত, মা হয়েই ছবি শেয়ার করলেন ‘সর্বজয়া’ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: পরপর খারাপ খবরের মাঝে অবশেষে একটা সুখবর। মা হলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী জাগৃতি গোস্বামী (Jagriti Goswami)। ফুটফুটে সদ্যোজাতর সঙ্গে ছবি শেয়ার করে অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। নতুন মা আর সন্তানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন জাগৃতি। হাতে স্যালাইনের চ্যানেল। মায়ের কোল ঘেঁষে শুয়ে ফুটফুটে সদ্যোজাত, সাদা কাপড়ে মোড়ানো। পাশে স্বামী অনিরুদ্ধ। তিনিই তুলেছেন সেলফিটা। ছবি শেয়ার করে জাগৃতি লিখেছেন, ‘আমার জীবনের সেরা উপহার। ১২ জানুয়ারি ২০২৩ আমার জীবনের সেরা দিন’।

jagriti goswami
১২ জানুয়ারি মা হয়েছেন জাগৃতি। তবে ছেলে না মেয়ে হয়েছে তা তিনি জানাননি। এমনকি ছবিতে সদ্যোজাতর মুখও দেখাননি, কৌশলে ঢেকে দিয়েছেন। কমেন্ট বক্সে শুভেচ্ছা পাঠিয়েছেন দিয়া মুখোপাধ্যায়। নেটিজেনরা অবশ্য প্রশ্ন করছেন, ছেলে হয়েছে নাকি মেয়ে? মুখটাই বা ঢেকে রেখেছেন কেন জাগৃতি?

প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন জাগৃতি। কালো গাউন, মাথায় টিয়ারা পরে বেবি বাম্পে হাত দিয়ে পোজ দিয়েছিলেন। পাশে ছিলেন অনিরুদ্ধ। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবথেকে বিশেষ দিন, সবথেকে বিশেষ মানুষটার আগমনের অপেক্ষায়’।

মাত্র তিন দিন আগেই সন্তানসম্ভবা অবস্থায় প্রকাশ্যে এসেছিলেন জাগৃতি। আর তারপরেই প্রকাশ্যে আনলেন সন্তানকে। টেলিপাড়ার নতুন সদস্যের আগমনে খুশি সকলেই। জাগৃতি এবং অনিরুদ্ধকে ভালবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CnYmwjlBHtw/?igshid=YmMyMTA2M2Y=

২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন জাগৃতি অনিরুদ্ধ। তার আগে অবশ্য ১০ বছরের প্রেম পর্ব চলেছিল দুজনের মধ্যে। অনিরুদ্ধ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের চার বছর পর দুই থেকে তিন হলেন তাঁরা। উল্লেখ্য, জাগৃতিকে শেষবার দেখা গিয়েছে ‘সর্বজয়া’ সিরিয়ালে। আমার দূর্গা, ভানুমতীর খেল, প্রথমা কাদম্বিনীর মতো সিরিয়ালেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর