বর্তমানে দিল্লির জহাঙ্গিরপুরীতে অশান্তির ঘটনায় গোটা দেশে বিতর্কের সৃষ্টি করেছে আর এরপর থেকেই এই ঘটনায় অভিযুক্ত আনসার শেখের সঙ্গে বঙ্গ যোগের প্রসঙ্গটি ক্রমশ গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে। গতকাল অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেও অভিযোগ জানায় বিজেপি। আর এবার অভিযুক্ত আনসারের সঙ্গে বিজেপি নেতাদের যোগ সূত্রের ছবি প্রকাশ করল তৃণমূল দল।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জহাঙ্গিরপুরীর ঘটনায় আনসার শেখের প্রসঙ্গ টেনে জানান, “গতবছর 2 রা মে-র দিন আমার গাড়িতে হামলা চালায় আনসার। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আমি যখন জয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য বেরোই, সেই মুহূর্তে আমার গাড়িতে পাথর ছোড়ে দিল্লি কাণ্ডের অভিযুক্ত ওই ব্যক্তি।” এছাড়াও তিনি বলেন, “বর্তমানে তৃণমূল কংগ্রেসের শাসনকালে গোটা বাংলা দেশের ভিতরে গুন্ডা, দুষ্কৃতী এবং দাঙ্গাবাজ মানুষের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সরকারের এই সকল কর্মকাণ্ডের জন্য গোটা ভারতবর্ষের কাছে ক্রমশ আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে।”
এরপর রাজ্য বিজেপির তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে হলদিয়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সাথে দিল্লি কাণ্ডে অভিযুক্ত আনসার শেখকে কাঁধে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য, 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেন শেখ আজিজুল রহমান।
জহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তির সঙ্গে তৃণমূলের যোগ সূত্রের খবর উঠে আসার পরই এদিন আসরে নামে শাসকদল। এবং এদিন আবার উল্টে আনসার শেখের সাথে বিজেপি নেতাদের সুসম্পর্কের ছবি প্রকাশ করল তারা। রাজধানীর বুকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে আনসারের উপস্থিতি এবং বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি টুইট করেন একাধিক তৃণমূল নেতা। এসকল ছবি পোস্ট করে তৃণমূল নেতা ঋতব্রত লেখেন, “এই হলো আনসার শেখের সঙ্গে বিজেপি নেতাদের ছবি। এটা তাদের জন্য যারা এই ঘটনা দেখতে চাইছেন না কিংবা পুরানো প্রসঙ্গহীন প্রচারে ব্যস্ত রয়েছে।”
Ensuring justice should be our only priority.
Ansar could be a repeat offender. He has been seen with people from @BJP4India as well…
Let’s not misplace our priorities! pic.twitter.com/pc0n5YqmcL
— Sujit Bose (@sujitboseaitc) April 22, 2022
এছাড়াও তৃণমূল নেতা ইন্দ্রনীল বলেন, “বিজেপি দল আশ্রয় দিয়েছে আনসারকে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে মোদি ও শাহ জুটিকে সন্তুষ্ট করার চেষ্টায় রয়েছে আনসার।” পার্থ চট্টোপাধ্যায়ও তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্টে আনসারের ছবি পোস্ট করে লেখেন, “এর মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে আনসার শেখ বিজেপি দলের সঙ্গে জড়িত রয়েছে। আমাদের এখন প্রাধান্য হল বিচার ব্যবস্থাকে মজবুত করা এবং আমার বিশ্বাস, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।”