আজ মোদী, অমিত সাহের দপ্তরে জয় বাংলা লেখা চিঠি যাচ্ছে

Published On:

বাংলাhunt : গতকালই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং সেই মতন তারা ১০ লক্ষ পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্নে পাঠাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে উত্তর ২৪ পরগনা নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আমরা কুড়ি লক্ষ পোস্টকার্ড মোদি এবং অমিত সাহের কাছে পাঠাবো। সেই মতন আজ দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান পারিষদ দেবাশীষ ব্যানার্জি ১০হাজার জয় হিন্দ ও জয় বাংলা লেখা পোস্টার পোস্ট কার্ড নরেন্দ্র মোদির বাসভবনের ঠিকানা পাঠাচ্ছেন।

এছাড়া উত্তর কলকাতার ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গৌতম হালদার ও এলাকার মানুষের মধ্যে পোস্ট কার্ড বিলি করবেন বলে জানা গেছে এবং জয় হিন্দ বন্দেমাতরম লেখা পোস্ট কার্ড মোদি এবং অমিত সাহের বাসভবনের ঠিকানা দিল্লীতে পাঠানো হবে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে আরো একটি রণকৌশল ঠিক করেছেন, অর্জুন সিং, দিলীপ ঘোষের নম্বরে দিয়ে তারা পোস্টকার্ড বদলে মেসেজ করবেন। জয় হিন্দ জয় বাংলা লিখে পাঠাবে। এখন দেখার বিষয় জয় শ্রীরামও জয় হিন্দ এর কত দিন চলে তরজা।

X