আশা জাগিয়েও ব‍্যর্থ, অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ভারতের ‘জয় ভীম’ ও ‘মরক্কর’

বাংলাহান্ট ডেস্ক: এবারেও শিকে ছিঁড়ল না ভারতের কপালে। অস্কারের (oscar) নির্বাচনের দৌড় থেকে বাদ পড়ল তামিল ছবি ‘জয় ভীম’ (jai bhim) ও মালয়ালম ছবি ‘মরক্কর’ (marakkar)। মঙ্গলবার ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশনের তালিকা থেকে ছিটকে গেল সাড়া জাগানো এই দুই ভারতীয় ছবি। সন্ধ‍্যা নাগাদ শুরু হয় অস্কার পুরস্কারের নমিনেশন পর্ব।

সেরা ছবির ক‍্যাটেগরিতে দশটি ছবি নির্বাচন করা হয়েছে। অন‍্যান‍্য ক‍্যাটেগরির নির্বাচনের দায়িত্বে সেই সেই শাখার সদস‍্যরা থাকলেও, সেরা ছবির তালিকা বাছাই করেছে গোটা অ্যাকাডেমি। এটাই ছিল শেষ ক‍্যাটেগরি যা এদিন ঘোষনা করা হয়। তালিকায় রয়েছে ‘বেলফাস্ট’, ‘কোডা’, ‘ডোন্ট লুক আপ’, ‘ড্রাইভ মাই কার’, ‘ডিউন’, ‘কিং রিচার্ড’, ‘লিকোরিস পিজ্জা’, ‘নাইটমেয়ার অ্যালি’, ‘দ‍্য পাওয়ার অফ দ‍্য ডগ’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মতো ছবি।

1600x960 403473 jai bhim
আন্তর্জাতিক ফিচার ছবির ক‍্যাটেগরিতে জায়গা করে নিয়েছে পাঁচটি ছবি। এর মধ‍্যে জাপান, ডেনমার্ক, ইতালির সঙ্গে সঙ্গে ভুটানের ‘লুনানা: এ ইয়াক ইন দ‍্য ক্লাসরুম’ ছবিটিও তালিকায় উঠে এসেছে। কিন্তু ব‍্যর্থ হয়েছে ভারতের দু দুটি ছবি।
ভারতীয় সিনেমার দর্শকরা রীতিমতো হতাশ। উপরন্তু এদিন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তামিল কোর্টরুম ড্রামা ‘জয় ভীম’ অস্কারের দৌড়ে নাম লেখাতে পারে।

কিন্তু আশাভঙ্গ হল ভারতীয়দের। তালিকায় থাকা ২৭৬ টি ছবির মতোই ছিটকে গেল জয় ভীম ও মরক্কর। প্রসঙ্গত, আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।

এর আগে প্রাথমিক পর্বে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভিকি কৌশলের সর্দার উধম এবং বিদ‍্যা বালানের শেরনি ছবি দুটি মনোনীত হয়েছিল বাছাই পর্বের জন‍্য। পুরো তালিকার মধ‍্যেই এগিয়ে ছিল ‘সর্দার উধম’। মাত্র কিছুদিনের মধ‍্যেই অত‍্যন্ত ভাল সাড়া পেয়েছিল ছবিটি। নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত‍্যাকাণ্ডের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবিটি।

সিনেম‍্যাটোগ্রাফি এবং ভিকি কৌশলের অভিনয় দুটোই প্রভূত প্রশংসিত হয়েছিল দর্শক মহলে এবং ফিল্ম সমালোচকদের মধ‍্যে। তাই এই ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই আশা জেগেছিল। কিন্তু শেষমেষ ছিটকে যায় ছবিটি। অভিযোগ উঠেছিল, সর্দার উধমের চিত্রনাট‍্য নাকি ব্রিটিশ বিরোধী। পরবর্তীকালে তামিল ছবি ‘কুঝাঙ্গাল’ও ছিটকে যায় দৌড় থেকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর