ফোন চুরি হয়ে গেলেও আর নেই চিন্তা! এই কাজগুলি করলেই বাড়িতে বসেই হাতে পাবেন মোবাইল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া সবকিছুই অচল। পাশাপাশি, মহামারীর পরবর্তী সময়ে “ওয়ার্ক ফ্রম হোম”-এর ক্ষেত্রেও এর গ্রহণযোগ্যতা যথেষ্ট বেড়েছে। এমতাবস্থায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই সম্পন্ন হয় মোবাইলের মাধ্যমে।

তবে, অনেক সময়েই বাসে কিংবা ট্রেনে যাতায়াত কালে মোবাইল ফোন চুরির মত ঘটনা প্রকাশ্যে আসে। স্বাভাবিকভাবেই, এই সময়ে মোবাইল ফোন চুরি হয়ে গেলে তা যে বড় বিপদ ডেকে আনে তা বলার অপেক্ষা রাখেনা। তবে, কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই বাড়িতে বসেই ফিরে যাওয়া যেতে পারে চুরি যাওয়া মোবাইল! বর্তমান প্রতিবেদনে সেই তথ্যই বিস্তারিত ভাবে তুলে ধরা হল।

টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট সম্প্রতি একটি ওয়েবসাইট চালু করেছে যার নাম হল Central Equipment Identity Register (CEIR)। যার মাধ্যমে আপনি চাইলেই আপনার মোবাইল ব্লক এবং আনব্লক করতে পারবেন। পাশাপাশি, এর মাধ্যমে মোবাইলের বর্তমান অবস্থানও শনাক্ত করা যাবে। বিশেষত যে সমস্ত ব্যক্তির মোবাইল চুরি যায় তাদের জন্যই এই ওয়েবসাইটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এই ওয়েবসাইটে (https://ceir.gov.in/) দেশে বিক্রি হওয়া সমস্ত মোবাইলের IMEi (International Mobile Equipment Identity) এবং CEIR নম্বর রয়েছে। এই দু’টি নম্বরের সাহায্যে আপনি মোবাইলের মডেল, কোম্পানি এবং সিম সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এমতাবস্থায়, কোনো ব্যক্তি এই তথ্য ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথেই সরকার তার মোবাইল সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যায়।

মোবাইলের মডেলের সাথে প্রস্তুতকারী কোম্পানি কর্তৃক ইস্যু করা IMEi নম্বরের সাথে মেলানোর প্রযুক্তি Cdot নিজেই তৈরি করেছে। এরপর সরকার ভেরিফিকেশন করে তথ্য সঠিক হলে মোবাইল ব্লক করে দেয়।

এদিকে, প্রায় সময়ই আমরা মোবাইল কেনার পরে বিল সংগ্রহ করি না বা মোবাইলের গ্যারান্টি শেষ হয়ে গেলেই তা ফেলে দিই। কিন্তু মনে রাখবেন যে, বিল শুধুমাত্র মোবাইলের গ্যারান্টি দেয় না বরং আপনাকে সেই মোবাইলের মালিকানাও দেয়। এমতাবস্থায়, সেই বিল কখনোই ফেলে দেওয়া উচিত নয়। এমনকি মোবাইল চুরির অভিযোগ দায়ের করার সময়ও সেই বিলের প্রতিলিপি জমা দিতে হয়।

মোবাইল চুরি যাওয়ার ক্ষেত্রে, প্রথমে থানায় একটি এফআইআর দায়ের করতে হয়। আপনি থানায় না গিয়েও অনলাইন মাধ্যমে এই এফআইআর নথিভুক্ত করতে পারেন। এই অবস্থায়, আপনি যদি এফআইআর নথিভুক্ত করে ফেলেন, তবে সেই সময়ের পরে, যদি আপনার ফোন দ্বারা কোনো খারাপ কাজ ঘটানো হয়, তবে আপনি তার জন্য দায়ী থাকবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল চুরি যাওয়ার পর বা হারানোর পর এফআইআর নথিভুক্ত করার চেষ্টা করতে হবে।

কিভাবে আবার চুরি যাওয়া মোবাইল পাওয়া যায়:

প্রথমে আপনাকে এফআইআর নম্বরটি সঙ্গে রাখতে হবে। তারপরেই ল্যাপটপ বা যেকোনো সাইবার ক্যাফে থেকে CEIR-এর ওয়েবসাইটটি খুলতে হবে। এখানে আপনি তিন ধরনের অপশন দেখতে পাবেন, যেগুলো Block/Lost Mobile, Check Request Status আকারে থাকবে। এছাড়াও Unblock Found Mobile-এর অপশনও আসবে। যদি আপনার চুরি হওয়া মোবাইল ফিরে পাওয়া যায় তাহলে Unblock Found Mobile-এ ক্লিক করতে হবে।

person forgot phone on bench news

তবে, চুরি যাওয়ার ক্ষেত্রে Block/Lost Mobile-এ ক্লিক করতে হবে। এর পরে ওয়েবসাইটে একটি নতুন পেজ খুলবে। যেখানে চুরি হওয়া ফোনের IMEi নম্বর ও মডেল নম্বরের পাশাপাশি কোম্পানির নামও দিতে হবে। এই পেজে আপনাকে আপনার ফোন নম্বর এবং ফোনের জন্য কেনা বিলও আপলোড করতে হবে।

এর পরে, আপনার ফোন কোন জেলা এবং রাজ্যে চুরি হয়েছে তাও জানাতে হবে। এর সাথে, নথিভুক্ত এফআইআর নম্বরটি লিখতে হবে। অবশেষে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে। আপনি OTP-টি দেওয়ার সাথে সাথে ফর্মটি জমা হয়ে যাবে।

এই ওয়েবসাইটে নিবন্ধন করার পরেই, আপনার ফোন ব্লক করার পাশাপাশি, এটিকে সমানে ট্র্যাক করাও হবে। যার ফলে কেউ ফোনটি চালানোর চেষ্টা করলেই সরকার তার তথ্য পেয়ে যেতে পারে এবং দোষীকে ধরা সম্ভবপর হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর