“মুন্ডু কেটে ফুটবল খেলবো,জয় শ্রীরাম” পোস্টার পুড়লো তৃণমূল নেতার বাড়িতে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: একটি পোষ্টার কে কেন্দ্র করলে করে বাড়লো উত্তেজনা। ঘটেছে উত্তর দমদম পুরসভার অন্তর্গত নিমতায়। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির বাড়িতে একটি হুমকির পোস্টার টাঙানো হল।

দমদম পুরসভার অন্তর্গত নিম তার দক্ষিণ প্রতাপগড় এলাকার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি নির্মল বালার বাড়িতে বুধবার সকালে একটি পোস্টার পাওয়া যায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পোস্টারটি। পোস্টারটিতে লেখা ছিল তৃণমূল করছিস নির্মল বালা।তোর মুন্ডু কেটে ফুটবল খেলবো। আরো অনেক আছে।জয় শ্রী রাম। বিজেপি জিন্দাবাদ।

X