ভিক্ষা দিলেই জেল কনফার্ম! ভারতের এই শহরে বড় নিয়ম জারি করল সরকার

বাংলাহান্ট ডেস্ক : এ দেশে (India) রাস্তাঘাটে বেরোলেই দেখা মেলে তাঁদের। ফুটপাত দখল করে শুয়ে থাকেন অনেকে। রেলস্টেশন থেকে শুরু করে ওভারব্রিজ, মন্দির, দর্শনীয় স্থানের বাইরেও চোখে পড়ে তাঁদের ‘দৌরাত্ম্য’। অনেকে এঁদের পাশ কাটিয়ে চলে যান, অনেকে আবার দয়াপরবশ হয়ে কয়েক পয়সা হাতে তুলেও দেন। কিন্তু এবার থেকে এমনটা কাউকে করতে দেখলেই তার ঠাঁই হবে সোজা শ্রীঘরে!

দেশের (India) এই শহরে ভিক্ষা দিলেই এবার হবে জেল!

দেশকে (India) ভিখারি মুক্ত করতে এবার উঠেপড়ে লাগল কেন্দ্রীয় সরকার। দেশের একটি শহরেই শুরু হতে চলেছে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ক্যাম্পেইন। শহরটি হল ইন্দোর। ইতিমধ্যেই দেশের (India) মধ্যে সবথেকে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে মধ্যপ্রদেশের এই শহর। এবার এই শহরকে ভিখারি শূন্য করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে সরকার।

Jail will be confirm if money given to beggars in this city of India

নতুন বছর থেকেই শুরু কড়াকড়ি: এ বিষয়ে জেলাশাসক আশিস সিং জানান, ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ক্যাম্পেইন। তবে নতুন বছরের শুরু থেকেই হাতেনাতে শুরু হবে ‘অ্যাকশন’। জানুয়ারি মাসের ১ তারিখের পর থেকেই কাউকে প্রকাশ্যে ভিক্ষা দিতে দেখলেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। যেতে হবে জেলে! কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নেওয়া হল?

আরো পড়ুন : শাশুড়ির হাত ধরতে এগিয়ে গেলেন আলিয়া, তারপরেই যা ঘটল… বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা!

কোথায় কোথায় চলবে ক্যাম্পেইন: যেমনটা জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের আওতায় এই অগ্রণী প্রকল্পটি আপাতত ইন্দোরে শুরু হলেও তা একে একে ছড়িয়ে পড়বে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই সহ দেশের (India) মোট দশটি বড় শহরে। কাউকে ভিক্ষা দিতে দেখলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। মূলত ভিক্ষাবৃত্তির আড়ালে চলা অপরাধ রুখতেই এই প্রকল্পের সূত্রপাত বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : খোঁচা খেয়েই ঝোলা বদল! প্যালেস্টাইনকে সহানুভূতি জানানোর পর প্রিয়াঙ্কার ব্যাগে এবার “বাংলাদেশ”

এ বিষয়ে এক আধিকারিক জানান, ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে বড়সড় অপরাধ চক্র চালানো হচ্ছে। সমীক্ষা করতে গিয়েই প্রকাশ্যে এসেছে সবটা। রিপোর্ট অনুযায়ী, এইসব ভিখারিদের কারোর রয়েছে পাকা বাড়ি, কারোর ছেলেমেয়ে ব্যাঙ্কে কাজও করে! এদিকে বাবা মা ভিক্ষা করে উপরি রোজগার করছেন। এমনকি এমন একটি পরিবারের খোঁজ মিলেছে যাঁরা নাকি রাজস্থান থেকে ইন্দোরে এসেছে ভিক্ষা করতে। রাত হলেই তাঁরা বিলাসবহুল হোটেলে থাকতে যায়! এইসব অপরাধ দমন করতেই এবার ভিখারি শূন্য করার পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর