বিপাকে মুকেশ আম্বানি! জিও কর্ণধারের বিরুদ্ধে দায়ের হল মামলা, হতে পারেন জেলবন্দীও

বাংলাহান্ট ডেস্ক : এবার মামলা দায়ের হল জিও (Reliance Jio) কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। জানা গিয়েছে সেখানে মোবাইল টাওয়ার বসানোর জন্য জমির মালিকের থেকে সংস্থাটি জায়গা লিজ নেয়। তারপর থেকে কোম্পানি জমির মালিককে তার ভাড়া দেয়নি। অভিযোগ ভাড়া চাইতে গেলে জমির মালিকের সাথে দুর্ব্যবহার করে সংস্থার কর্মচারীরা।

সেই কারণেই মামলা দায়ের করা হয়েছে মুকেশন্ত আম্বানি সহ চার ব্যক্তির বিরুদ্ধে। ২০১৩ সালের ১৯শে ডিসেম্বর প্রথম ঘটে এই ঘটনাটি। এই ঘটনার প্রায় দশ বছর পর আজ আদালত মামলা দায়ের করার নির্দেশ দেয় জালুপুরা থানাকে। মুকেশ আম্বানি ছাড়াও মামলায় নাম রয়েছে রিলায়েন্স জিও রাজস্থানের আঞ্চলিক ব্যবস্থাপক, প্রকল্প ব্যবস্থাপক এবং রিলায়েন্স জিও জয়পুরের হেড পঙ্কজ কুমারের।

অভিযোগকারী আজমিরের মদনগঞ্জ-কিষাণগড়ের বাসিন্দা মনোজ বৈষ্ণব বলেছেন, অভিযোগের পর নির্দেশ্ আসে আদালতের তরফে। অ্যাডভোকেট গিরিরাজ প্রসাদ শর্মার বক্তব্য, অভিযোগকারীর বাবার বাড়ি মদনগঞ্জের রাওয়াতসরে। জিও কর্তৃপক্ষ ২০১৩ সালে মাসিক ৭০০০ টাকা চুক্তির বিনিময়ে কুড়ি বছরের জন্য লিজ নিয়েছিল বাড়ির ছাদ। চুক্তির পর সংস্থা বাড়ির ছাদের অন্যান্য পিলার ভেঙে দিয়ে টাওয়ার বসায়।

Mukesh Ambani

কিন্তু তারা ভাড়া পরিশোধ করেনি বাড়ির মালিককে। এরপর ২০১৬ সালে অভিযোগকারীর বাবা অর্থাৎ বাড়ির মালিক মারা গেলে অভিযোগকারী জিওর আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ইজারা দলিল বাতিল করতে চান। সেই সময় বকেয়া টাকা চাইলে অভিযোগকারীর সাথে দুর্ব্যবহার করেন সংস্থার প্রতিনিধিরা। অভিযোগকারী মনোজ বৈষ্ণব চরম অপমানিত হন। এরপরই তিনি জিওর বিরুদ্ধে দ্বারস্থ হন আদালতের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর