ভারতে হামলার জন্য আত্মঘাতী জঙ্গি পাঠাচ্ছে জইশ ই মহম্মদ, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় হামলা চালানোর পর থেকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ৷ যদিও প্রথমে পাক সরকার বিষয়টিতে আমল দেয়নি কিন্তু ক্রমশই রাষ্ট্রসংঘের চাপে পড়েই জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়৷ এর পর ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ার স্ট্রাইক করে জমির মাটি গুঁড়িয়ে দেওয়ার পর জঙ্গি সংগঠনটির অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যেতে বসেছিল কিন্তু ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য, এক সপ্তাহ আগেই জানানো হয়েছিল আবারও সক্রিয় হয়ে উঠছে বালাকোটের জঙ্গি ঘাঁটি৷maxresdefault 1 2

জানা গিয়েছে কাশ্মীরের উপর থেকে ভারত বিশেষ অধিকার তুলে নেওয়ার পর থেকে জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় এ বার ভারতে হামলা ছাড়ানোর জন্য ত্রিশ জন আত্মঘাতী জঙ্গিকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে জইশ ই মহম্মদ৷ তবে না এখন আর সেই নামের সংগঠনটি চলছে না এখন সংগঠনের নাম বদলে রাখা হয়েছে মজলিস উরাসা ই শুহুদা জম্মু ও কাশ্মীর৷ তবে জানা গিয়েছে সংগঠনের নাম বদলের পাশাপাশি এবার নেই তাদেরও বদলে ফেলেছে জইশ৷ আর এ সবের পিছনে রয়েছে ইমরান প্রশাসন পাকিস্তানি সেনা ও আইএসআই এমনটাই মনে করছেন গোয়েন্দারা৷

যদিও এই প্রথমবার নয় এর আগেও উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান৷ এমনকি জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্প ও কনভয়ের ওপর হামলা চালানোর ছক কষেছিল মাসুদের ভাই৷অন্য দিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এমনিতেই ভারতে পুলওয়ামার থেকে বড়সড় জঙ্গি হামলার হুমকিও দিয়েছেন


সম্পর্কিত খবর