হরিদ্বার ঋষিকেশ সহ একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি, দিণক্ষণও জানালো জৈশ ই মহম্মদ

বাংলাহান্ট ডেস্ক : হরিদ্বার, ঋষিকেশ সহ একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ। সম্প্রতি একটি চিঠি পান রুরকি স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট। এই চিঠিটিতে আগামী ২১ মে লাকসার, নাজিবাবাদ, দেরাদুন, রুরকি, ঋষিকেশ এবং হরিদ্বার স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। চিঠির প্রেরক নিজেকে জৈশ ই মহম্মদের এরিয়া কমাণ্ডার বলেই দাবি করেছে।

হুমকির এই চিঠিটিতে উল্লেখ করা হয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নামও। স্বভাবতই এহেন চিঠি পাওয়ার পরই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তোলপাড় গোটা রাজ্য। চিঠিটির প্রেরকের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। নজরদারির সঙ্গে সঙ্গেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে।

রেল সূত্রে খবর, শনিবার সন্ধ্যেয় রুরকি রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট একটি হুমকির চিঠি পান। চিঠিটি ভাঙা ভাঙা হিন্দিতে লেখা। এই চিঠিতে প্রেরক নিজেকে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মহম্মদের এলাকা কমান্ডার সেলিম আনসারি পরিচয় দিয়ে লাকসার, নাজিয়াবাদ, দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও হরিদ্বারের মনসা দেবী, চন্ডী দেবী সহ অন্যান্য ধর্মীয় স্থানকেও টার্গেট করা হচ্ছে বলে জানানো হয় চিঠিতে।

রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, চিঠিটির বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে চিঠির প্রেরকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এর আগেও অবশ্য ২০১৯ সালে একটি হুমকিমূলক চিঠি পান রুরকি স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট। তবে সেটি কেউ নেহাতই দুষ্টুমি করে পাঠিয়েছিল। এবারের এই চিঠিটিও আগের মতই কারও রসিকতা কি না খতিয়ে দেখা হচ্ছে তাও। এহেন খবর জানাজানি হতেই স্বভাবতই তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটন সবার মধ্যেই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর