বাংলা হান্ট ডেস্কঃ শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা অরুন জেটলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৬৬ বছর। অরুন জেটলি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, উনি ৯ই আগস্ট দিল্লীর এইমসে ভর্তি হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আরব আমিরশাহির সফরে আছে। জেটলির মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুন জেটলির পরিবারের সাথে কথা বলেন ফোনে। রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুন জেটলির স্ত্রী সঙ্গীতা আর ওনার ছেলে রোশন এর সাথে কথা বলেন। রিপোর্ট অনুযায়ী, জেটলির পরিবার প্রধানমন্ত্রী মোদীকে ওনার সফর রদ না করার আবেদন করেন।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি ১৯৫২ সালের ২৮ ডিসেম্বর জন্ম নিয়েছিলেন। ওনার পিতার নাম মহারাজ কিষাণ জেটলি, তিনি আইনজীবী ছিলেন। অরুন জেটলির মায়ের নাম রতন প্রভা জেটলি। অরুন জেটলির স্ত্রীর নাম সঙ্গীতা। তাঁদের বিয়ে ১৯৮২ সালে দিল্লীতে হয়েছিল। দুজনের দুটি সন্তান আছে একত পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান।
With the demise of Arun Jaitley Ji, I have lost a valued friend, whom I have had the honour of knowing for decades. His insight on issues and nuanced understanding of matters had very few parallels. He lived well, leaving us all with innumerable happy memories. We will miss him!
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অবস্থা খারাপ হছিল। এইমস সূত্র জানিয়েছে জেটলি শ্বাসকষ্ট নিতে অসুস্থ হয়ে গত ৯ আগস্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (এইমস) ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার তিনি ডায়ালাইসিস করেছিলেন। শুক্রবার, বিজেপির জাতীয় সহসভাপতি উমা ভারতী এইমসে পৌঁছে অরুণ জেটলির স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েগেছিলেন। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অনেক সিনিয়র নেতা এইমসে পৌঁছে জেটলির খোঁজ নিতে পৌঁছে ছিলেন। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জেটলির মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমি আমার প্ৰিয় বন্ধুকে হারিয়েছি।