ভরসা নেই পুলিশের তদন্তে! রাজ্যের আরেকটি মামলা CBI কে দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ জলপাইগুড়িতে (Jalpaiguri) সরকারি কোরক হোমে (Korak home) বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে (Mysterious Death) ক্রমশ্যই দানা বাঁধছে রহস্য। কিশোরের ময়নাতদন্তের রিপোর্টে বিভ্রাট। মৃত নাবালকের বয়স ১৭ বছর। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে তাঁর বয়স ৩৪ বছর বলে দাবি করা হয়। এরপরই পুলিশি তদন্তে অনাস্থাজনিত কারণে মামলার তদন্তভার সিবিআই (CBI) এর হাতে তুলে দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের (Jalpaiguri Circuit Bench) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

ঠিক কী ঘটেছিল? গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে লাবু ইসলাম নামে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঝুলন্ত অবস্থায় হোমেরই একটি ঘর থেকে নাবালকের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পরই শুরু হয় পুলিশি তদন্ত। তবে তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। ময়নাতদন্তে রিপোর্টে দেখা যায় মৃত কিশোরের বয়স ১৭ থেকে হয়ে যায় ৩৪।

তদন্তের এরূপ হাল দেখে পুলিশের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। ঘটনায় সিবিআই তদন্তের আরজি জানান লাবু ইসলামের পরিবারের লোকজন। মৃতের পরিবারের আবেদনে সায় দিয়ে কিশোরের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি আদালতের নির্দেশ আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। ময়না তদন্তের রিপোর্টে অসঙ্গতি থাকায় লাবু ইসলামের দেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশও দিয়েছে আদালত।

hc jalpaiguri

সূত্রের খবর, দুবছর আগে ২০২১ সালে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল কোচবিহারের টাপুরহাটের বাসিন্দা লাবু ইসলাম নামক এই নাবালক। এরপর থেকেই জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার সরকারি কোরক হোমেই ছিল সেই কিশোর। সেখানেই নাবালকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে তাঁর ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতি ধরা পরায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর