আর নহে ভয়! দুয়ারে সরকারের পর এবার সাধারণ মানুষের সমস্যা নিরসনে হাজির ‘দুয়ারে পুলিশ’

বাংলা হান্ট ডেস্কঃ গ্রাম থেকে শুরু করে শহর, সর্বত্রই ছোট-বড় নানা সমস্যার মুখোমুখি সাধারণ মানুষ। যা গুনে শেষ করা দায়। না হয় সেসব সমস্যা, অপরাধের কোনোও রিপোর্ট। আবার অনেক সময় অভিযোগ জানানো হলেও সেসব চাপা পরে যায় অন্যান্য অভিযোগের ভারে। হয়না কোনও সুরাহা। এবার সেই সমস্যা নিরসনে এগিয়ে এল জলপাইগুড়ি জেলা পুলিশ (Jalpaiguri Police)। সাধারণ মানুষের ভয় কাটাতে এবার দুয়ারে সরকারের মতন, পৌঁছে যাবে ‘দুয়ারে পুলিশ’ (Duare Police)।

অভিনব এই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। এবার আম জনতার সমস্যার কথা জানতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যাবেন মানুষের কাছে। কথা বলে জেনে নেবেন সাধারণ মানুষের নানান সমস্যা। করা হবে সমাধান। প্রয়োজনে অভয় দেবেন তাঁদের, যাতে অপরাধের বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াতে পারে। জানা গিয়েছে, প্রত্যেক পুলিশ আধিকারিকের জন্য বরাদ্দ থাকবে নির্দিষ্ট দিন, সেই দিন মতই তাঁরা পৌঁছে যাবেন মানুষের কাছে ‘মুশকিল আসান’ রূপে।

   

সাধারণ মানুষের নানা সমস্যা দূর করার জন্য এই দুয়ারে পুলিশ একটি অভিনব ও খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, গতকাল বিকেলে মাল থানায় আসেন সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া। সেখানে পৌঁছে মাল থানার আইসির চেম্বারে নিজে গ্রামের মানুষদের সাথে কোথা বলে তাঁদের সমস্যা, অভিযোগ শোনেন। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, আইসি সুজিত লামা সহ বহু উচ্চপদস্থ পুলিশকর্তা।

এদিন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলতে সেখানে পৌঁছায় তেসিমলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি ওয়ারেসুল অম্বিয়া, তৃনমুল কংগ্রেস নেতা আব্দুল রেজ্জাক প্রধান ও দলের অন্যান্যরা। সেখানে একাধিক সমস্যার বিষয়ে তাঁদের কথা হয় পুলিশ সুপারের। সব শুনে তিঁনি দ্রুত সেইসব সমস্যা সমাধানের আশ্বাস দেন সকলকে। পুলিশ কর্তাদের এই অভিনব উদ্যোগকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ মানুষেরাও।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শ্রী ভুটিয়া জানান, “ পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা প্রত্যন্ত এলাকা থেকে বহু দূরে থাকেন। ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হয়না তাঁদের। তাই পুলিশের উচ্চ পদস্থ যেসব অফিসার আছেন যেমন এসপি, এএসপি, ডিএসপি পদাধিকারী আধিকারিকরা নির্দিষ্ট দিনে থানায় আসবেন মানুষের সমস্যার কথা শুনবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর