বড় খবরঃ অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিচারের আবেদন দাখিল করল মুসলিম পক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ জমিয়ত উলেমা এ হিন্দ (Jamiat Ulema-e-Hind) অযোধ্যা (Ayodhya) মামলা নিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) পুনর্বিচার আবেদন দাখিল করল। এই আবেদন মৌলানা সৈয়দ আশাদ রাশিদির তরফ থেকে দায়ের করা হয়েছে, উনি অযোধ্যা মামলায় মুসলিম পক্ষের ১০ জন আবেদনকারীর মধ্যে একজন। শোনা যাচ্ছে যে, বিকেল পাঁচটায় জমিয়ত উলেমা এ হিন্দ এর প্রধান আরশাদ মাদানী একটি প্রেস কনফারেন্স করবেন।

madani

আপনাদের জানিয়ে রাখি, জমিয়ত কার্যকারী সমিতি ১৪ই নভেম্বর পাঁচ সদস্যের একটি প্যানেল গঠন করেছিল, ওই প্যানেলে আইনি বিশেষজ্ঞ আর ধার্মিক মামলায় বিদ্যানদের যুক্ত করা হয়েছিল। এর সমিতির গঠন দেশের সর্বোচ্চ আদালতের ৯ নভেম্বরের সিদ্ধান্ত এর প্রত্যেকটি দিক খতিয়ে দেখার জন্য করা হয়েছিল। জমিয়ত প্রধান মৌলানা আরশাদ মাদানীর নেতৃত্বে এই প্যানেল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পুনর্বিচার আবেদনের সম্ভাবনা গুলো খতিয়ে দেখে আর এই প্যানেলই সিদ্ধান্ত নেয় যে, অযোধ্যা মামলায় পুনর্বিচার আবেদন দাখিল করা হবে কি না।

আরেকদিকে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এর সচিব জফরইয়াব জিলানি বলেন, আমরা আজ সুপ্রিম কোর্টের সামনে অযোধ্যা মামলা নিয়ে পুনর্বিচার আবেদন দাখিল করছি না। আমরা সমীক্ষা আবেদন তৈরি করেছি আর ৯ই ডিসেম্বরের আগে সেটি যেকোন দিন দায়ের করতে পারি।


Koushik Dutta

সম্পর্কিত খবর