গতরাত থেকে চলা এনকাউন্টারের পর শোপিয়ানে সেনার গুলিতে নিকেশ তিন জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ান জেলায় মঙ্গলবার রাত থেকে সেনা (Indian Army) দ্বারা চালানো অভিযানে এখনো পর্যন্ত তিন জঙ্গি খমত হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের সুত্র থেকে এই খবর প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত খব অনুযায়ী, মঙ্গলবার শোপিয়ান জেলার জৈনাপুর এলাকায় মেলহোরায় জঙ্গি আর সেনার মধ্যে এনকাউন্টার শুরু হয়। আর সেই এনকাউন্টার বুধবার সকাল পর্যন্ত চলে। মঙ্গলবার এক জঙ্গি খতম হয়। আর বুধবার সকালে দুই জঙ্গিকে এনকাউন্টারে খতম করে সেনা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শোপিয়ান জেলার জৈনপোড়ার মেলহোরা এলাকায় মঙ্গলবার জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর পুলিশ আর সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস এর টিম সংযুক্ত এলাকা চালিয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়।

যখনই সেনার সংযুক্ত টিম জঙ্গি লুকিয়ে থাকা এলাকার আশেপাশে চলে যায়, তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। সেনাও জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালায়।

এর আগেও সোমবার সকালে কুলগাম জেলার লোয়ার মুন্ডা একালায় ভারতীয় সেনার এনকাউন্টারে খতম হয়েছিল তিন জঙ্গি। মৃত জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণে হাতিয়ার আর বিস্ফোটক উদ্ধার করা হয়েছিল। মৃত জঙ্গিদের সনাক্ত করতে পারেনি সেনা আর পুলিশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর