প্রাক্তন স্ত্রী ‘ডিভোর্সি’ হলে প্রাক্তন স্বামী ‘ডিভোর্সার’! বিচ্ছেদ মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ বিবাহবিচ্ছেদ হলেই মহিলার নামের পাশে জুড়ে যায় ‘ডিভোর্সি’ তকমা! এবার এই নিয়েই কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট (High Court)। কোনও ভাবেই প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করা যাবে না। এই বিষয়টিকে কার্যত ‘অশোভন’ বলে উল্লেখ করে প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত।

প্রাক্তন স্ত্রী ‘ডিভোর্সি’ হলে, প্রাক্তন স্বামী ‘ডিভোর্সার’! মন্তব্য হাইকোর্টের (High Court)

জানা যাচ্ছে, সম্প্রতি একজন ব্যক্তি নিজের স্ত্রীয়ের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে (Jammu and Kashmir High Court) মামলা করেন। সেখানে প্রাক্তন স্বামীর আবেদনপত্র দেখার পরেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি। জাস্টিস বিনোদ চট্টোপাধ্যায় কউল বলেন, এখান থেকে মামলাকারীর মানসিকতা বোঝা যায়।

বিচারপতি চট্টোপাধ্যায় কউল বলেন, এই মামলায় প্রাক্তন স্ত্রীয়ের নামের সঙ্গে এমনভাবে ‘ডিভোর্সি’ শব্দ উল্লেখ করা হয়েছে, সেটি যেন তাঁর পদবী। এরপরেই হাইকোর্ট স্পষ্ট জানায়, আবেদন পত্রে যদি প্রাক্তন স্ত্রীকে বড় বড় করে ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করা হয়, তাহলে পাল্টা প্রাক্তন স্বামীর নামের পাশেও ‘ডিভোর্সার’ লিখতেই হবে।

আরও পড়ুনঃ কলকাতাগামী তীর্থযাত্রীদের বাসে দুষ্কৃতীদের হামলা! ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ! শেয়ার করলেন ভিডিও

জানা যাচ্ছে, এই মামলার আবেদনপত্র দেখেই রুষ্ট হন বিচারপতি। তিনি উষ্মা প্রকাশ করে আদালতের রেজিস্ট্রারকে বলেন, ভবিষ্যতে যদি এই ধরণের কোনও শব্দবন্ধ মামলায় ব্যবহার করা হয়, তাহলে সেগুলি যেন কোনও ভাবেই গ্রহণ না করা হয়। একজন মহিলার সঙ্গে এই ধরণের আচরণ বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি।

High Court

বিচারপতি কার্যত ‘ক্ষুব্ধ’ হয়ে নির্দেশ দিয়ে দেন, প্রাক্তন স্ত্রীকে যদি ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করতেই, তাহলে সেক্ষেত্রে প্রাক্তন স্বামীও ছাড় পাবেন না। তাঁর নামের পাশেও জুড়তে হবে ‘ডিভোর্সার’ তকমা। এই রীতি বন্ধ করার জন্য অবিলম্বে হাইকোর্টের (High Court) একটি নির্দেশিকা জারি হওয়া দরকার বলে মত প্রকাশ করেন বিচারপতি বিনোদ চট্টোপাধ্যায় কউল। এই নিয়ে দ্রুত উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে প্রস্তাব পাঠানোর কথা বলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর