বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন জম্মু-কাশ্মীরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসন বাড়ানো হচ্ছে। আগামী ২০ জুন থেকে বাড়ানো হবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ।
২০১৮ এর ২০ জুন মমধ্যরাত থেকে জম্মু-কাশ্মীরের জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে নির্দেশ নামায় সাক্ষর করেন।