শোনা যায়নি গুলির শব্দ, হয়নি ব্ল্যাক আউটও! সংঘর্ষ বিরতির পর রবিবার রাতে কেমন ছিল কাশ্মীরের পরিস্থিতি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আকাশে ড্রোনের আনাগোনা, লাগাতার গোলাগুলির শব্দ এই কদিন যেন জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) মানুষদের জীবনযাত্রার অঙ্গ হয়ে উঠেছিল। অন্ধকার নামতে না নামতেই শুরু হত আতঙ্কের প্রহর গোনা। সীমান্তে লাগাতার পাক গোলাগুলি, ড্রোন হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এমনকি সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেও চলেছে গুলিবর্ষণ। পালটা ভারতের জবাবে ঠাণ্ডা হয়েছে পাকিস্তান। অবশেষে গতকাল শান্ত রাত কাটিয়েছে উপত্যকার মানুষ।

রবিবার রাতে শান্ত থেকেছে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)

ANI সূত্রে খবর, সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পর রবিবার শান্ত রাত দেখেছে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে আর কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আকাশে ড্রোনের লাল আলো দেখা না যাওয়ায় হয়নি ব্ল্যাক আউটও। সেনার তরফে জানানো হয়েছে, বিগত কয়েক দিনের মধ্যে গতকাল ‘প্রথম শান্ত রাত’ দেখেছে উপত্যকার মানুষ।

Jammu and Kashmir saw calm night on Sunday

সীমাতে কড়া পাহারায় সেনা: পরিস্থিতি আগের থেকে কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে সেফ হাউস থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। যদিও নিরাপত্তার কড়াকড়ি বজায় রয়েছে এখনো। সীমান্তে পাহারায় রয়েছেন সেনা জওয়ানরা। রবিবার রাতে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) শান্ত থাকলেও পঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের চেষ্টা করেছিল পাকিস্তান। তবে পুলিশ এবং বিএসএফ এর তৎপরতায় পর্দা ফাঁস হয়েছে পাকিস্তানের।

আরো পড়ুন : ভারত-পাক উত্তেজনার মাঝেই সতর্কতা বাংলায়, ৩ মাসের জন্য জেলাগুলিকে কড়া নির্দেশ নবান্নের

পাকিস্তানকে কড়া জবাবের নির্দেশ: এদিকে শনিবার সংঘর্ষ বিরতির কথা বলেও তা লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। পালটা উচিত জবাব দিতে পাক সীমান্তের কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট করে দিয়েছেন, গুলি ছুঁড়লে গোলায় জবাব দেওয়া হবে। অর্থাৎ বেগড়বাই করলে পাকিস্তানকে যে কোনোভাবেই রেয়াত করা হবে না তা বুঝিয়ে দিয়েছে ভারত।

আরো পড়ুন : সংঘর্ষে ‘নাটকীয় মোড়’ এর আশঙ্কা, মোদীকে ফোন করতেই পাকিস্তান নিয়ে কড়া জবাব আমেরিকাকে! কী হয়েছিল ৯ মে রাতে?

এমতাবস্থায় শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করার পর আজ সোমবার প্রথম দুই দেশের মধ্যে DGMO পর্যায়ের বৈঠক রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ভারত আগেই স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X