তিন দিনে তৃতীয়বার! জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, পাঁচ সেনাসহ আহত ৬

বাংলা হান্ট ডেস্কঃ ফের কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। গত তিন দিনের মধ্যে তৃতীয়বার রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলা (Jammu and Kashmir terrorist attack)। জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও কাঠুয়ার পর এবার জঙ্গিদের গুলির আওয়াজে কেঁপে উঠল ডোডা (Doda Terror Attack)। রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেশন ঘাঁটিতে চলে সন্ত্রাসবাদী হামলা। বর্তমানে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুক লড়াই চলছে বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার গভীর রাতে ডোডার ছত্তরগলা এলাকায় সেনা ও পুলিশের যৌথ চেকপয়েন্টে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। নির্বিচারে চলে গুলি। নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে শুরু হয় এনকাউন্টার। হামলার ঘটনায় পাঁচ সেনা জওয়ান সহ একজন এসপিও (স্পেশাল পুলিশ অফিসার) আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ডোডায় সন্ত্রাসী হামলার বিষয়ে এডিজিপি জম্মু আনন্দ জৈন জানিয়েছেন বর্তমানে সন্ত্রাসীদের ঘিরে রাখা হয়েছে। পুরো এলাকা অবরুদ্ধ। অপারেশন চলছে। উল্লেখ্য, গতকালই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও দু’জন। সেই মারণ হামলার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ডোডায় এই হামলা চালানো হয়।

সূত্রের খবর, রাতের অন্ধকারে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গিরা পাহাড়ের ওপরের দিকে পালিয়ে যায়। জঙ্গিদের ধাওয়া করে তাদের পিছু নিয়েছে যৌথ বাহিনীর জওয়ানরা। এখনও অভিযান জারি রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই জারি রয়েছে ওই এলাকায়।

Army vehicle under attack in Poonch

আরও পড়ুন: বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি! গরম কাটিয়ে আজ ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা: আবহাওয়ার খবর

প্রসঙ্গত, তিন দিন আগে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। নির্বিচারে চলে গুলি। সেই হামলার ঘটনায় ৯ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও বহু। সেই রেশ কাটতে না কাটতেই ব্যাক টু ব্যাক সন্ত্রাসবাদী হামলা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর