বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পূর্বে দলবদলের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই একাধিক কংগ্রেস নেতা দল বদলে বিজেপির (BJP) হাত ধরছে। আর এবার সেই তালিকায় নাম লেখানোর ইঙ্গিত দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। ভোটের আগে তিনি যে বয়ান দিয়েছেন তাতে এমনটাই ধারণা রাজনৈতিক কারবারিদের।
এইদিন ফারুক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। যতদূর আসন ভাগাভাগির সূত্রের বিষয়ে, আমি আপনাকে বলে রাখি যে ন্যাশনাল কনফারেন্স একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে কোনো ভোট নেই। এটা নিয়ে সন্দেহ।’
এখানেই শেষ নয়, এনডিএ-তে যোগদানের জল্পনা উড়িয়ে তিনি বলেন, ‘দেশ গড়তে যা করতে হবে তাই করব।’ এরপরেই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে, তিনি কি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইবেন? ফারুকের জবাব, ‘কে ফোন করলে কথা বলতে চাইবে না।’ প্রাথমিকভাবে এককভাবে নির্বাচন লড়ার কথা বললেও এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি তিনি।
আরও পড়ুন : সন্দেশখালি কাণ্ডের জন্য দায়ী RSS, ED! বিধানসভায় দাঁড়িয়ে বিষ্ফোরক দাবি মমতার
ফারুকের কথায়, ‘আমরা ভবিষ্যতে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না। তিনি জানান, ভারত ব্লকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এখানে বলে রাখি, আসন্ন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন : ‘রাজনীতি আমার জন্য নয়’, জল্পনা সত্যি করে ইস্তফা সাংসদ মিমির, দলের প্রতি ক্ষোভ উগরে যা বললেন তিনি
এছাড়াও পাঞ্জাবে আম আদমি পার্টিও তাদের ১৩টি লোকসভা আসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রথমে আপ-র তরফ থেকে কংগ্রেসকে ৬টি আসন দেওয়ার কথা বললেও তা আর বাস্তবায়িত হয়নি। ওদিকে দিল্লিতে কংগ্রেসকে একটি আসনের প্রস্তাব দিয়েছে আপ। তবে আগামী সাত দিনের মধ্যে কংগ্রেস কোনও উত্তর না দিলে এই সাতটি আসনেই প্রার্থী ঘোষণা করবে আপ।