১৫ আস্টের আগেই উঠে যেতে পারে ধারা 370! বড়ো ইঙ্গিত দিলেন J&K এর রাজ্যপাল।

শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল, ধারা 370 ও 35A, কে বিলুপ্ত করা ভারতীয় জনতা পার্টির ঘোষণা পত্রের অংশ। এখন শেষ পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল, মেহবুবা মুফতি ও অমর আব্দুল্লার উপর কটাক্ষ করেছেন। কয়েকদিন আগে গভর্নর যেটি বলছিলেন তা বলা তিনি বন্ধ করে দিয়েছেন। যখন ভারতীয় সেনার মুভমেন্ট হচ্ছিলো আর টুরিস্ট ও যাত্রীদের কাশ্মীর দিয়ে বার করা হচ্ছিল তখন গভর্নর বলছিল 35A ও 370 এর উপর কিছু হবে না। কিন্তু এখন গভর্নর তার সুর পুরোপুরি বদলে দিয়েছেন এবং মেহবুবা মুফতি ও অমর আব্দুল্লার ফিরকি নিয়েছেন। আজ J&K এর রাজ্যপাল বড়ো মন্তব্য করেছেন।

images 2019 08 04T190431.882

জম্মু কাশ্মীরের গভর্নর বলেছেন 35A এর সাথে কি হবে তা উনি বলতে পারবেন না, এর জন্য সোমবার ও মঙ্গলবারের প্রতীক্ষা সবাইকে করতে হবে। অর্থাৎ ৫-৬ আগস্ট অব্দি প্রতীক্ষা করতে হবে। অর্থাৎ নিজের সুর সম্পূর্ণভাবে বদলে নিয়েছেন রাজ্যপাল।  কাশ্মীরে বড়ো কিছু ঘটতে পারে এর সংকেত স্পষ্ট পাওয়া যাচ্ছে। জানিয়ে দি ৫ আগস্ট প্রধানমন্ত্রী নিজের সরকারি আবাসে সকাল ৯টা বেজে ৩০ মিনিটে ক্যাবিনেটের ক্রুসিয়াল বৈঠক ডেকেছেন, এর সাথে বিজেপির সব সাংসদকে সদনে থাকার জন্য হুইপ জারি করা হয়েছে।

বলা হচ্ছে আজ সন্ধ্যে অব্দি কাশ্মীরের ইলাকা থেকে সকল যাত্রীদের ও টুরিস্টদের বায়ুসেনার C-17 বিমানের সাহায্যে বার করে নেওয়া হবে এবং তারপর শুরু হবে পদক্ষেপ নেওয়া। রাজ্যপালও ইশারা করে দিয়েছে 35A এর বিষয় তিনি কিছু করতে পারবেন না ও তিনি কিছু জানেন না, আর সবাইকে ৫-৬ আগস্ট অব্দি প্রতীক্ষা করতে বলেছে।

সম্পর্কিত খবর