পরপর দু রাত ‘শান্ত’ কাশ্মীর, সংঘর্ষ বিরতিতেই রাজি পাকিস্তান, কী আলোচনা হল DGMO বৈঠকে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতির পর সোমবার দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাবাহিনীর অসীম বীরত্বের প্রশংসা করে স্পষ্ট ভাষায় পাকিস্তানকে বার্তা দিয়েছেন তিনি, আর কোনো পরমাণু হামলার হুমকি বরদাস্ত করা হবে না। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, আপাতত সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানের (India-Pakistan) আচরণ দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত। যদিও প্রধানমন্ত্রীর বার্তার পরেই সাম্বা, আখনুর, জম্মু এলাকায় কিছু ড্রোন দেখা গিয়েছিল। তবে পরে ভারতীয় সেনা নিশ্চিত করে, শত্রুপক্ষের আর কোনো ড্রোন দেখা যায়নি। কোনো গুলিগোলাও চলেনি।

ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতির পর দ্বিতীয় শান্ত রাত কাশ্মীরে

এই নিয়ে রবি এবং সোমবার দু রাতে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতদিন স্কুল বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে জম্মু কাশ্মীরের কিছু জায়গায় স্কুল খুলতে শুরু করেছে। ANI সূত্রে খবর, পুঞ্চ, সাম্বা সেক্টরে এদিন থেকে দোকানপাট খুলতে দেখা গিয়েছে স্থানীয়দের। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন মানুষ।

Jammu kashmir returns to normal amid India-Pakistan ceasefire

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান: সোমবার বিকেল পাঁচটার পর কথা বলেন ভারত (India-Pakistan) এবং পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার হওয়ার সময়েই এই আলোচনার দিনক্ষণ ঠিক হয়েছিল। যদিও শনিবার রাতেই ফের পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ বিরতি সমঝোতা লঙ্ঘন করে। পালটা জবাবও দেয় ভারত। তবে তারপর থেকে আর কোনো বড় মাপের সমঝোতা লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করেনি ভারতীয় সেনা।

আরো পড়ুন : এক বছর আগেই ভারতে প্রবেশ, ঘুরেছেন বিভিন্ন রাজ্যে! সীমান্ত পেরোনোর আগে গ্রেপ্তার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী

আলোচনা হয় দুই দেশের DGMO দের: এমতাবস্থায় দুই দেশের DGMO-র মধ্যে ইতিবাচক আলোচনাই হয়েছে বলে খবর। জানা গিয়েছে, দুই পক্ষই সংঘর্ষ বিরতি বজায় রাখার ক্ষেত্রে রাজি হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই স্পষ্ট করে দিয়েছেন, ভারত (India-Pakistan) সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তান ফের কোনো বেগড়বাই করলেই এবার আর ছেড়ে কথা বলা হবে না।

আরো পড়ুন : দিলীপের পর এবার দিঘার জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছেন সুকান্ত! কুণালের দাবিতে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি

এও জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে সেনা কমানোর ক্ষেত্রেও নাকি আলোচনা হয়েছে দুই তরফে। যদিও ভারতের তরফে এর আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পাকিস্তান ফের কোনো রকম বাড়াবাড়ি করলেই তার দশগুণ ফেরত দেবে ভারত।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X