বাংলাহান্ট ডেস্ক: জল্পনাই সত্যি হল। দীর্ঘদিনের বাঁধাধরা টাইম স্লট থেকে অবশেষে বিদায় নিতে হচ্ছে ‘যমুনা ঢাকি’কে (Jamuna Dhaki)। গত দেড় বছর ধরে সন্ধ্যা সাড়ে সাতটার স্লট ধরে রেখেছিল এই সিরিয়াল (Serial)। রীতিমতো ভাল টিআরপি আনত চ্যানেলের জন্য। কিন্তু এতদিন বাদে সেই স্লট যমুনা হারালো নতুন সিরিয়াল ‘গৌরী এলো’র কাছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গৌরী এলো’র। সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা যাবে এই নতুন সিরিয়াল। আর যমুনার জায়গা হয়েছে সেই রাত সাড়ে দশটায়। গুঞ্জন সত্যি করে শেষ হয়ে যাচ্ছে ‘জীবন সাথী’। তার জায়গা নিচ্ছে যমুনা। চ্যানেলের তরফে ঘোষনা করা হয়েছে যমুনা ঢাকির নতুন সম্প্রচারের সময়।
এতদিন পর সময় বদলাচ্ছে যমুনা ঢাকির। তাও আবার রাত সাড়ে দশটায়! অনেকেই মনমরা, আবার অনেকে খুশি চ্যানেলের এই সিদ্ধান্তে। আসলে বহুদিন ধরেই টিআরপি তলানিতে নেমে গিয়েছে এই সিরিয়ালের। অনেকের মতেই ধুঁকতে ধুঁকতে চলার থেকে সিরিয়ালটা শেষ করে দিলেই হয়তো ভাল হত।
প্রসঙ্গত, গৌরী এলোর প্রোমো দেখে বেশিরভাগেরই দাবি, দেখে মনে হচ্ছে মিঠাই ও ত্রিনয়নীর গল্প মিলিয়ে মিশিয়ে বানানো হয়েছে সিরিয়াল। কারণ ‘গৌরী এলো’র প্রোমোর সঙ্গে মিঠাইয়ের প্রোমোর অদ্ভূত মিল। আবার ত্রিনয়নীতে নায়িকার যেমন বিশেষ ক্ষমতা ছিল, নতুন সিরিয়ালের প্রোমো দেখে মনে হচ্ছে এখানেও গৌরীর বিশেষ ক্ষমতা রয়েছে।
অনেকের দাবি, নতুন শুরু হওয়া ‘পিলু’র প্রোমোও মিঠাইকে নকল করেই বানানো হয়েছিল। যদিও পরিচালক স্বর্ণেন্দুর দাবি, মিঠাই বা ত্রিনয়নী কোনোটার মতোই হবে না এই সিরিয়াল। থাকবে অন্য স্বাদের গল্প। নায়িকার চরিত্রে থাকছেন নবাগতা মোহনা। পিলুর মেঘা দাঁ এর মতোই তিনিও ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী ছিলেন। নায়কের ভূমিকায় বিশ্বরূপ চট্টোপাধ্যায়।