ভোটের মধ্যেই তৃণমূল বিধায়ককে খুনের হুমকি! ঝাড়খণ্ড থেকে আসছে ফোন, পুলিশের দ্বারস্থ জাকির

   

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এই আবহে গত দু’দিন ধরে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক। অভিযোগ, ঝাড়খণ্ড থেকে এই ফোন আসছে। বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) ঘনিষ্ঠ সূত্রে খবর, বিগত দু’দিন ধরে তৃণমূল বিধায়কের ব্যক্তিগত হোয়্যাটসঅ্যাপ নম্বরে একটি নম্বর থেকে ফোন আসছে। ফোন তুললেই অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, জাকিরকে খুনের হুমকিও (Death Threat) দিয়েছেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ঘটনার জেরে বেশ আতঙ্কে রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক (Jangipur TMC MLA)। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযুক্তকে ধরার সমস্ত চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, ঝাড়খণ্ডের একটি বিশেষ নম্বর থেকে জাকিরের নম্বরে ফোন আসছিল। ইতিমধ্যেই সেই নম্বরটিকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তকে ধরার সবরকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই বিষয়ে এক জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে জঙ্গিপুরের পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়কের কাছে ফোন আসছিল’।

আরও পড়ুনঃ এই কার্ড থাকলেই ব্যাঙ্কে ঢুকবে অতিরিক্ত টাকা! রাজ্যবাসীর জন্য পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ

এই প্রসঙ্গে জাকির বলেন, ‘বেশ কয়েকটি থ্রেট কল এসেছে। ইতিমধ্যেই এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে দেখবেন’। এদিকে ভোটের মধ্যে রাজ্যের শাসক দলের বিধায়কের কাছে এমন হুমকি ফোন আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ।

উল্লেখ্য, বছর তিনেক আগে জাকিরের ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল। কলকাতা আসবেন বলে নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরতে যান রাজ্যের তৎকালীন মন্ত্রী। সেই সময় সেখানে মারাত্মক বিস্ফোরণ হয়। জাকিরের পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

Trinamool Congress MLA Jakir Hossain

জাকিরের হাতে এবং পায়ে বেশ কয়েকবার সার্জারি হয়েছে। তবে এখনও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তৃণমূল বিধায়ক। প্রাণঘাতী বিস্ফোরণের এই ঘটনার পর রাজ্য সরকারের তরফ থেকে জাকিরকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি NIA এই ঘটনার তদন্ত করছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর