শুটিংয়ের ছেড়ে ক্রিকেটে মজলেন জাহ্নবী, ছক্কা মারার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেট (cricket) খেলায় মাতলেন জাহ্নবী কাপুর (janhvi kapoor)। আগামী ছবির শুটিংয়ের সময় শুটিং সেটেই ব‍্যাট বল নিয়ে ক্রিকেট খেলায় নেমে পড়লেন অভিনেত্রী। নিজের সোশ‍্যাল মিডিয়ায় এই ভিডিও (video) শেয়ার করেছেন তিনি। সেখানে জমিয়ে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে জাহ্নবীকে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী। তাঁর আগামী ছবি ‘গুড লাক জেরি’র শুটিং সেটে ক্রিকেট খেলেন তিনি। প্রথমে বল মিস করলেও পরে খেলায় বেশ পোক্তই হয়ে ওঠেন জাহ্নবী। অভিনেত্রীর এই ক্রিকেট খেলার ভিডিও এখন ভাইরাল। সম্প্রতি সানি লিওনকেও দেখা গিয়েছিল শুটিং সেটে ক্রিকেটে মাততে।

janhvi kapoor new generations fashion icon 7 820x1024 1
এই মুহূর্তে চণ্ডীগড়ে ছবির শুটিং করছেন জাহ্নবী। আর সেখানেই একাধিকবার আন্দোলনকারী কৃষকদের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিছুদিন আগেই ভূপীন্দ্র রোডে জাহ্নবীর ছবির শুটিংয়ের জায়গায় একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষকরা। ছবির নির্মাতারা বাধ‍্য হয় শুটিং তড়িঘড়ি বন্ধ করতে।

সূত্রের খবর, শুটিং চলাকালীন হঠাৎ করেই একদল ক্ষুব্ধ কৃষক এসে উপস্থিত হন শুটিংয়ের জায়গায়। হাতে পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, ‘জাহ্নবী কাপুর ওয়াপস যাও’। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি শুটিং বন্ধ করতে বাধ‍্য হন ছবির নির্মাতারা।

https://www.instagram.com/p/CKqq5OvBv6M/?igshid=v7h13t7t5h7n

জাহ্নবী সহ ছবির অন‍্য কলাকুশলীরা নিজেদের হোটেলে ফিরে যান। তবে তাতেও শান্ত হননি বিক্ষুব্ধ কৃষকরা। জাহ্নবীর হোটেলের কাছে গিয়ে তারা ধর্নায় বসেন। তবে পুলিসে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেই খবর। খবর পেয়ে সেই স্থানে পুলিসের একটি দল পৌঁছালে কৃষকরা ধর্না ন্ধ করেন।

এর আগেও বাস্সি পাঠানা শহরে শুটিং চলার সময় হঠাৎ করেই একদল কৃষক এসে সমবেত হন সেটের বাইরে। জাহ্নবীকে তাঁরা কৃষক আন্দোলনের বিষয়ে তাঁর মতামত জিজ্ঞাসা করেন। সেই সময় কিছুক্ষণের জন‍্য স্থগিত হয়ে যায় ছবির শুটিং।

এই প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার বলবিন্দর সিং জানান, বলিউড অভিনেতারা কেউই কৃষক আন্দোলনের বিষয়ে মুখ খোলেননি। এরপর ছবির পরিচালকের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তাঁরা ফিরে যান। পরিচালক তাঁদের আশ্বাস দেন জাহ্নবী এই বিষয়ে নিশ্চয়ই নিজের বক্তব‍্য রাখবেন।

এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় কৃষক আন্দোলন নিয়ে একটি বার্তা দেন জাহ্নবী। নিজের ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, ‘কৃষকরাই দেশের হৃদয়। দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে তারা যে ভূমিকা নেয় তা আমি জানি ও কদর করি। আশা করছি খুব শীঘ্রই কৃষকদের সুবিধার্থে কোনো উপায় বের হবে।’

প্রসঙ্গত, তামিল ছবি ‘কোলাম্বু কোকিলা’র হিন্দি রিমেক হল গুড লাক জেরি। ছবিতে একজন সাধারন মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। পাটিয়ালার বিভিন্ন জায়গায় কিছুদিন ধরে চলছে ছবির শুটিং।


Niranjana Nag

সম্পর্কিত খবর