বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর (janhvi kapoor)। ২০১৮ সালে প্রথম ছবি ‘ধড়ক’ এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন অনুরাগীদের। সিনেপ্রেমীরাও তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
তবে অভিনয়ের পাশাপাশি অন্যান্য শখও রয়েছে জাহ্নবীর। তার মধ্যে একটি হল ফ্যাশন। বলিউডে কয়েক বছর কাটিয়েই বেশ ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর শেয়ার করা ছবিগুলির দিকে চাইলেই বোঝা যাবে তা। ওয়েস্টার্ন হোক বা দেশি সব পোশাকেই তিনি মোহময়ী।
শ্রীদেবী কন্যার যে বেশ কিছু প্রতিভা রয়েছে তা সম্ভবত অনেকেই জানতেন না। কিন্তু এই করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়েই একে একে তাঁর প্রতিভার বিকাশ ঘটছে। নইলে জাহ্নবী যে বেশ ভাল ছবিও আঁকেন তা কি কেউ জানতেন? নিজেই আঁকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
সমুদ্র সৈকতের দৃশ্য এঁকেছেন অভিনেত্রী। তাঁর আঁকা ছবিতে নীল সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে আকাশ। সমুদ্রের জলে সূর্যাস্তের গোধূলি আভা। সব মিলিয়ে বেশ পারদর্শীতার পরিচয়ই দিয়েছেন জাহ্নবী। নিজের ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করেছেন এই ছবি। সঙ্গে লিখেছেন, ‘আঁকার দিন আবার ফিরে এসেছে’।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর, রাজকুমার রাও ও বরুন শর্মা অভিনীত ‘রুহি’ৎ এটি একটি কমেডি হরর ছবি। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি এই ছবি। অভিনয় দিয়ে দর্শক মনে তেমন সাড়া ফেলতে পারেননি জাহ্নবী।
এরপর তামিল ছবি ‘কোলাম্বু কোকিলা’র হিন্দি রিমেক ছবি গুড লাক জেরিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে একজন সাধারন মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। পাটিয়ালার বিভিন্ন জায়গায় কিছুদিন ধরে চলেছে ছবির শুটিং। এছাড়া দোস্তানা টু ছবিতেও অভিনয় করবেন জাহ্নবী।