বিনুনি দুলিয়ে বিকিনি অবতারে ভাইরাল শ্রীদেবী কন‍্যা, মালদ্বীপের উত্তাপ বাড়াচ্ছেন জাহ্নবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর (janhvi kapoor)। ২০১৮ সালে প্রথম ছবি ‘ধড়ক’ এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন অনুরাগীদের। তবে অভিনয় দিয়ে কোনোবারই তেমন মন জয় করতে পারেননি তিনি সিনেপ্রেমীদের।

এই মুহূর্তে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী। সঙ্গে রয়েছে তাঁর গার্ল গ‍্যাং। মলদ্বীপে পৌঁছানোর পর থেকেই একের প‍র এক বিকিনি অবতারে ছবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। কখনো নীল মনোকিনিতে আবার কখনো জংলা ছাপ বিকিনিতে মালদ্বীপের উত্তাপ বাড়াচ্ছেন শ্রীদেবী কন‍্যা।


কিছুদিন আগেই বোন খুশি কাপুরের সঙ্গে নিউ ইয়র্কে ছিলেন জাহ্নবী। বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি ডায়েট ভুলে মনের মতো খাবারেও ঝাঁপ দিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। বেশ ভাইরাল হয়েছিল সেই ছবিগুলি।

https://www.instagram.com/p/CNcifnqlN50/?igshid=1iqwz81jrbk09

https://www.instagram.com/p/CNbqlSaFZNu/?igshid=eqici4mylfwn

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর, রাজকুমার রাও ও বরুন শর্মা অভিনীত ‘রুহি’ৎ এটি একটি কমেডি হরর ছবি। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি এই ছবি। অভিনয় দিয়ে দর্শক মনে তেমন সাড়া ফেলতে পারেননি জাহ্নবী।

https://www.instagram.com/p/CNZ7BBrlr7K/?igshid=1fk6ca9sf88jc

এরপর তামিল ছবি ‘কোলাম্বু কোকিলা’র হিন্দি রিমেক ছবি গুড লাক জেরিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে একজন সাধারন মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। পাটিয়ালার বিভিন্ন জায়গায় কিছুদিন ধরে চলছে ছবির শুটিং।

সম্পর্কিত খবর

X