বাংলাহান্ট ডেস্ক : হাতে মাত্র আর তিনটে দিন। তারপরই শুরু হতে চলেছে নতুন বছর তথা নতুন মাস। নতুন বছর শুরু হতে গেলেও ব্যাঙ্কে সাধারণ মানুষের প্রয়োজন থাকে প্রায় সময়। সেই কারণেই ব্যাংক সংক্রান্ত কাজকর্ম থাকলে তা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন অনেকেই। তবে নতুন বছরে প্রথম মাস জানুয়ারিতে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে, সেই বিষয়ে জেনে নিলে অনেকটাই সতর্ক থাকা যায়।
আরোও পড়ুন : এই হোটেলে MLA’দের থাকার খরচ ১ টাকা! আপনিও চাইলে রুম পাবেন মাত্র ৩০ টাকায়, জানেন কীভাবে?
এবার জানুয়ারি মাসে ব্যাংক ছুটির (Holiday List) তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। প্রতি মাসেই শুরুতে সেই মাসের ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিটি রাজ্যের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা থাকে সেখানে। যদিও সমস্ত রাজ্যের ক্ষেত্রে সব ছুটি কার্যকর নয়। জানুয়ারি মাসে সব মিলিয়ে ১৩ টা ছুটি রয়েছে।
তবে সব কথা ছুটি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য তেমনটা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে প্রতিমাসের শুরুর দিকেই সে মাসের সমস্ত ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করা হয়। যেখানে গোটা দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্কের ছুটি উল্লেখ থাকে। এবার জেনে নেওয়া যাক কোন কোন দিন পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চালু থাকবে এটিএম, ইউপিআই সহ অনলাইনের সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা।
জানুয়ারির ছুটির তালিকা (Holiday List)
১ জানুয়ারি ২০২৫ – বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি ২০২৫ ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও ৫ই জানুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি, ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী,১১ ই জানুয়ারি মিশনারি ডে সহ দ্বিতীয় শনিবার, ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী, ১৩ ই জানুয়ারি লোহরি উৎসব, ১৪ ই জানুয়ারি মকর সংক্রান্তি, ১৫ ই জানুয়ারি থিরুভাল্লার ডে ও টুসু উৎসব, ১৯ শে জানুয়ারি রবিবার, ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, ২৫ শে জানুয়ারি চতুর্থ শনিবার, ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ শে জানুয়ারি সোনাম লসার উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।