বাংলাহান্ট ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হনসু উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। রবিবার ভোরে স্থানীয় সময় ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল হনসু দ্বীপের দক্ষিনে ৩৭৫.৮ কিমি গভীরে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় ভোর ছটা নাগাদ কেঁপে ওঠে জাপান। জাপানের সুনামির সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ভূমিকম্পের ফলে জাপানের একাধিক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকা। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। খুব স্বাভাবিক ভাবেই তীব্র ভূমিকম্পের আতঙ্কিত হয়ে রয়েছে জাপানবাসী।q