বাংলাহান্ট ডেস্কঃ শুধরাবার নয় চীন (china)। ভারতের সঙ্গে বিবাদে লিপ্ত হয়ে এখন জাপানের (japan) উপর দাদাগিরি করার চেষ্টা করছে চীন সরকার জিনপিং। এবার চীনের এই দাদাগিরির পাল্টা ঝটকা দিল জাপান সরকার।
জাপানের দিয়াওইউ দ্বীপে চীনের অবৈধ প্রবেশ রুখতে সশস্ত্র সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাপান সরকার। জাপানের ওই অংশে চীনের যুদ্ধ জাহাজের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাই এবার ওই এলাকায় চীনা আধিপত্য রুখতে এবার কড়া মুডে জাপান সরকার। চীনের দাদাগিরির পাল্টা জবাব দিতে এবার মাঠে নেমে পড়েছে জাপান সরকার।
জাপান সরকার দিয়াওইউ দ্বীপের অংশে সেনা মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। চীনের অবৈধ প্রবেশ রুখতে এবং দাদাগিরি আটকাতে দ্বীপের ওই অংশে জাপানের সেনারা পাল্টা আঘাত হানবে। ভারতের মতই এই বন্ধু দেশ জাপানও চীনের চালবাজি দমন করতে বদ্ধ পরিকর।
জাপান সরকার ওই অংশে সেনা মোতায়েন করলেই, চীনের উপর রাজনৈতিক চাপও বাড়তে থাকবে। কারণ, পূর্বেই চীনকে ওই বিতর্কিত অংশে সেনা আধিপত্য কমিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন সরকার। কিন্তু তারপরও চীন সেকথা শুনতে নারাজ। অন্যদিকে আবার কিছুদিন আগেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দিয়াওইউ দ্বীপের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল বিষয়ে জাপানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন জো বিডেন।
প্রসঙ্গত, জাপান যে দ্বীপকে দিয়াওইউ দ্বীপ বলছে, সেই দ্বীপকেই চীন আবার সেনকাকু দ্বীপ বলে। এই দ্বীপকে ঘিরেই জাপান এবং চীনের মধ্যে যত সংঘর্ষ। চীন সরকার এই অংশকে নিজেদের বলে দাবি করে আধিপত্য বিস্তার করতে চাইলেও, জাপান সরকার কিছুতেই নিজেদের অংশ চালবাজ চীনের কাছে ছাড়তে নারাজ।