বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে ‘একটি গাছ অনেক প্রাণ।’ আমাদের জীবকূল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সম্পূর্ণভাবে গাছের উপর নির্ভরশীল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আরও বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন। আবার অনেকেই আছেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ইনডোর প্লান্ট ঘরের মধ্যে রাখেন। এই ধরনের গাছের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই হয়ে থাকে।
কিন্তু জানেন এমন এক ধরনের গাছ রয়েছে যার মূল্য কয়েক কোটি টাকা! এই গাছের মূল্য এতটাই যে সেই টাকা দিয়ে আপনি গোটা পৃথিবী ঘুরে আসতে পারেন। এটি হল জাপানি সাদা পাইন বনসাই গাছ। জাপানে পাওয়া যায় এই গাছ। ২০১১ আন্তর্জাতিক বনসাই কনভেনশনে একটি জাপানি সাদা পাইন বনসাই গাছ বিক্রি হয়েছিল ১.৩ মিলিয়ন ডলারে।
ভারতীয় মুদ্রায় যার মূল্য ১০ কোটি টাকারও বেশি। এটিই হল বিশ্বের সবথেকে দামি গাছ। আন্তর্জাতিক বনসাই কনভেনশনে বনসাই গাছের শিল্পী সেজি মোরিমাই এই গাছটি বিক্রি করেন এক ব্যক্তিগত সংগ্রাহকের কাছে। এই গাছটির উচ্চতা খুবই কম। লম্বা পাতা, শক্ত, বাঁকা কাণ্ড রয়েছে এই গাছের। তথ্য অনুযায়ী জানা যায় এই সাদা পাইন বনসাই গাছের বয়স ৮০০ বছর।
৮০০ বছরের পুরনো তাকামাতসু পাইন বনসাই গাছের দামও প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। এই গাছটিও জাপানি হোয়াইট পাইন বনসাই গাছের জাত। ২০১২ সালে প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয় এই গাছ। সাদা পাইন বনসাই প্রাচীনকালে জঙ্গলে পাওয়া যেত। পাকানো কান্ড, পাকানো বাকল এবং একটি পূর্ণ চাঁদোয়া নিয়ে গঠিত এই গাছটি। এতো বৈশিষ্ট্য নিয়েও এই গাছের দৈর্ঘ্য ছিল ১ মিটারের কম।