বাংলাহান্ট ডেস্ক : ভারতের পর এবার জাপান। আরেকটি সফল চন্দ্র অভিযান সম্পন্ন হলো। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সাফল্য এসেছে জাপানের। শুক্রবার মধ্যরাতে দেশটির চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) বা ‘মুন স্নাইপার চাঁদের শিওলি কার্টার নামের এলাকায় অবতরণ করে।
তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার জাপান কোনরকমে চাঁদের মাটিতে পা রাখলেও তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, আদৌ তাদের সাফল্য আসবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জাপানি ল্যান্ডারটিতে সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রটিতে ত্রুটি থাকার কারণে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম)-এ সৌরশক্তি পৌঁছচ্ছে না।
আরোও পড়ুন : রামলালার মূর্তিতেই আছে হিন্দু ধর্মের সমস্ত বড় প্রতীক! বিগ্রহের খুঁটিনাটি জানলে চমকে উঠবেন
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা অবশ্য জানিয়েছে, সৌরশক্তির অভাবে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য অনুসন্ধান করতে না পারলেও তাদের অভিযানকে সফলই ধরা হবে। কারণ চাঁদের মাটিতে তারা সফল ভাবেই মহাকাশযান নামিয়েছে। পরবর্তী কাজকর্ম যান্ত্রিক ত্রুটির কারণে ভেস্তে গেলেও বিশ্বে পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটি ছোঁয়ার গরিমা ম্লান হবে না।
উল্লেখ্য, গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে নামিয়েছিল ইসরো। চাঁদের অন্ধকার দিকের অনেক অজানা তথ্য ইসরোর হাতে চলে আসে। সেই জায়গা থেকে এবার ইসরোকে টেক্কা দিতে পারল না জাপানি মহাকাশ সংস্থা। অবশ্য ইসরোর চন্দ্র অভিযানের পাঁচ মাসের মধ্যেই চাঁদে নিজেদের পতাকা তুলতে তৈরি ছিল জাপান।