RCB বোলারদের বিরুদ্ধে আগ্রাসী অর্ধশতরান করে বিপাকে রয়! জরিমানা দিতে হলো KKR তারকাকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে অসাধারণ জয় পেয়ে চলতি আইপিএলে (IPL 2023) নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে উঠে অবশেষে জয়ের মুখ দেখেছে নীতিশ রানারা। আর এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান যার তিনি হলেন কেকেআরের তারকা ইংলিশ ওপেনার জেসন রয় (Jason Roy)।

চলতি আইপিএলে তার খেলারই কথা ছিল না। কিন্তু যেহেতু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে গোটা মরশুম জুড়ে পাওয়া যাবে না, তাই কেকেআর ম্যানেজমেন্ট তাকে অনুরোধ করে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান এবং তার জায়গায় রয়কে সই করায় কেকেআর। যদিও সই করানোর পরে সঙ্গে সঙ্গে তাকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি।

   

কিন্তু যেদিন থেকে তিনি কেকেআরের একাদশে সুযোগ পেয়েছেন সেদিন থেকে তার ব্যাট কথা বলে চলেছে। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তার অসাধারণ ব্যাটিং সকলের মন জয় করেছে। গতকাল তার ঝোড়ো অর্ধশতরানে ভর করে আরসিবির সামনে ২০১ রানের লক্ষ্যমাত্রা রাখতে পেরেছিল কেকেআর।

তবে গতকাল অর্ধশতরান করার পর তাকে বড় শাস্তির মুখোমুখি পড়তে হয়েছে। কাল বিজয় কুমার বিশাখ একটি দুর্দান্ত ইয়র্কারে রয়কে বোল্ড করেন। এরপর মেজাজ হারিয়ে উইকেটের একটি বেলকে আঘাত করেন রয়। পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড তারকা। কিন্তু এরপরও আইপিএল গভর্নিং বডি নিজেদের নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দিয়েছেন।

আইপিএল গভর্নিং বডির তরফ থেকে জারি করা প্রতিবেদনে বলা হয়েছে যে এই কাজটি করে আইপিএল কোড অফ কন্ড‍্যাক্টের ধারা ২.২-এর অধীনে লেভেল ১ অপরাধ করেছেন রয়। এই কাজটি করার জন্য তার ম্যাচ ফি-এর দশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর